ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে বাসচাপায় মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশিত: ০৪:২২, ১৩ নভেম্বর ২০১৮

ঝিনাইদহে বাসচাপায় মাদ্রাসাছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১২ নবেম্বর ॥ শহরের আরাপপুরে বাসচাপায় বিপ্লব হোসেন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রবিবার রাতে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন শহরের মডার্ন মোড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। সে আরাপপুর দারুল উলুম কারীমিয়া কওমীয়া মাদ্রাসার জামায়াত খানার ছাত্র ছিল। রাতে বিপ্লব মাদ্রাস থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। সে সময় শহরের বাস টার্মিনাল এলাকা থেকে আরাপপুরগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাগেরহাটে ট্রাক চালক স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় সারাফত হোসেন (২৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার রাত দুইটার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের জয়ডিহি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম ও শরীফ মিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সারাফত হোসেনের বাড়ি নড়াইল জেলা সদরের কচু খানে। নওগাঁয় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সোমবার ভোরে সাপাহার উপজেলায় মালবাহী পিকআপ ভ্যান উল্টে হাবিবুর রহমান (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকইল গ্রামের হামান আলীর পুত্র। জানা গেছে, হাবিবুর রহমান সাপাহার ও পোরশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাঁচামাল কিনে ঠাকুরগাঁও জেলায় নিয়ে গিয়ে বিক্রি করতেন। রবিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি বিভিন্ন এলাকা থেকে কপি কিনে পিকআপ ভ্যানে বোঝাই করে মালামালের ওপর বসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড় নামক স্থানে পৌঁছলে পিকআপ চালক মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মালবোঝাই পিকআপ ভ্যানটি উল্টে যায়। এ সময় হাবিবুর রহমান মাল ও ভ্যানের নিচে চাপা পড়েন। বি-বাড়িয়ায় শিশু স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মহিমা (১৫ মাস) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উরশিউড়ায় এ ঘটনা ঘটে। মহিমা ওই এলাকার প্রবাসী আবুল হাসনাতের মেয়ে। মহিমার মা শিরিন বেগম জানান, মহিমা কিছুদিন হলো হাটতে শিখেছে। সকালে নিজ বাসার ভেতরে খেলা করছিল মহিমা। খেলার মধ্যে হেটে চলে যায় বাড়ির সামনে। এ সময় বাড়ির সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা মহিমাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে আহতাবস্থায় দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×