ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণ ভোটারের অধিকাংশই শেখ হাসিনার সরকারকে ফের ক্ষমতায় চায়

প্রকাশিত: ০৬:৪১, ১১ নভেম্বর ২০১৮

তরুণ ভোটারের অধিকাংশই শেখ হাসিনার সরকারকে ফের ক্ষমতায় চায়

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রজন্মের অধিকাংশই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের চাওয়া বর্তমান সরকারই আবার ক্ষমতায় আসুক। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের তরুণ ভোটারদের ভাবনা নিয়ে এক জরিপে এমনই ফল উঠে এসেছে। গবেষণা ও উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান কলরেডি এই জরিপ চালায়। শনিবার সকাল সাড়ে দশটায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জরিপের ফল তুলে ধরা হয়। দেশের ১২ জেলার ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া ১ হাজার ১৮৬ তরুণ এই গবেষণায় অংশ নেয়। গবেষণায় অংশ নেয়া তরুণ প্রজন্মের ৫১ দশমিক ৩ শতাংশ চায় বর্তমান সরকার আবার ক্ষমতায় আসুক। তরুণদের ৬৮ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেছে। তাদের মধ্যে শতকরা ৫৩ দশমিক ৫ ভাগ ভোটার মনে করেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক ড. আবুল হাসনাৎ মিল্টন সংবাদ সম্মেলনে জানান, দেশের মোট ভোটারের শতকরা ১০ ভাগ তরুণ ভোটার। এদের মধ্যে শতকরা ৬৮ দশমিক ৩ ভাগ তরুণ ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সন্তুষ্ট। শতকরা ৩০ দশমিক ২ ভাগ ভোটার পরিবর্তন চায়। ১৮ দশমিক ৫ ভাগ ভোটার ভোটের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি। আবুল হাসনাৎ মিল্টন জানান, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১০ শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের ১২ জেলার মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ থেকে ২৪ বছর বয়সী ১ হাজার ১শ’ ৮৬ জন শিক্ষার্থী ভোটারের মধ্যে এই গবেষণা জরিপ পরিচালনা করা হয়। মোট ২১টি ফোকাস গ্রুপে গত ২২ থেকে ৩০ অক্টোবর ২০১৮ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই জরিপ ও গবেষণা পরিচালনা করে। গবেষণা দলের সদস্যরা মোট ১৮টি বিষয়ের ওপর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে এ জরিপ ও গবেষণা কার্যক্রম চালায়। কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের প্রভাব এবারের নির্বাচনে পড়বে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপদ সড়কের বিষয়ে সরকারের ওপর অসন্তুষ্ট ২ দশমিক ৫ শতাংশ এবং কোটা সংস্কার আন্দোলনের ফলে অসন্তুষ্ট ২ দশমিক ৮ শতাংশ তরুণ ভোটার। তিনি বলেন, তরুণ প্রজন্ম চায় দেশের উন্নয়ন। তারা দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ প্রত্যাশা করে। তবে জরিপে অংশ নেয়া তরুণদের ১৫ দশমিক ৭০ শতাংশ চান একটি দুর্নীতিমুক্ত সরকার, আর ১৬ দশমিক ৭৫ শতাংশ চান সুশাসনের সরকার। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই জরিপে ঢাকায় অংশ নেন ৩০৫ জন তরুণ ভোটার। এদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৬ দশমিক ৬ শতাংশ, আর পরিবর্তন চায় ২৮ দশমিক ২ শতাংশ। চট্টগ্রামে অংশ নেন ২০২ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চান ৫৩ দশমিক ৫ শতাংশ, পরিবর্তন চান ২৮ দশমিক ৭ শতাংশ। খুলনায় অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চান ৫১ দশমিক ৫ শতাংশ, পরিবর্তন চান ৩৮ দশমিক ৪ শতাংশ। বরিশালে অংশ নেন ৬৪ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চান ৪৮ দশমিক ৪ শতাংশ, পরিবর্তন চান ৩৪ দশমিক ৪ শতাংশ। ময়মনসিংহে অংশ নেন ৯১ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চান ৭২ দশমিক ৫ শতাংশ, পরিবর্তন চান ২০ দশমিক ৯ শতাংশ। রংপুরে অংশ নেন ৯৯ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চান ৫০ দশমিক ৫ শতাংশ, পরিবর্তন চান ২৩ দশমিক ২ শতাংশ। রাজশাহীতে অংশ নেন ১৭ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চান ৪৩ দশমিক ৯ শতাংশ, পরিবর্তন চান ৪৩ দশমিক ৯ শতাংশ। সিলেটে অংশ নেন ৫৩ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চান ৬২ দশমিক ৩ শতাংশ, পরিবর্তন চান ১১ দশমিক ৩ শতাংশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের কো-ইনভেস্টিগেটর কাজী আহমেদ পারভেজ, কলরেডির প্রধান পরিচালন কর্মকর্তা আজাদ আবুল কালাম প্রমুখ।
×