ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যায় পড়ে ভার্সিটি ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৭, ১১ নভেম্বর ২০১৮

শীতলক্ষ্যায় পড়ে ভার্সিটি ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শীতলক্ষ্যা নদীর ৪নং ঘাট এলাকায় নোঙর করা কার্গো জাহাজ থেকে অন্য একটি জাহাজে যাওয়ার সময় দুই জাহাজের মাঝখানের ফাঁক দিয়ে নদীতে পড়ে ফাহিমুল ইসলাম কামাল (২০) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় ফাহিমুল ইসলাম কামাল নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে রাত সাড়ে ১১টা লাশ উদ্ধার করে। ফাহিমুল ইসলাম নগরীর খানপুর এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে। সে আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছে। কিশোরগঞ্জ নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, একটি বিল থেকে আবু নাঈম মোঃ গোলাম মবিন (২২) নামে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার চৌদ্দশত রৌহা বিলে মাছ ধরার বাঁশের মাচা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মবিন জেলার তাড়াইল উপজেলার চর তালজাঙ্গা গ্রামের মাহফুজুল হাফেজের ছেলে। তাদের পরিবার শহরের হয়বতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
×