ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মঞ্চ থেকে বড় পর্দায় জাবিনা তৌফা

প্রকাশিত: ০৩:৫৮, ১১ নভেম্বর ২০১৮

মঞ্চ থেকে বড় পর্দায় জাবিনা তৌফা

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময় অভিনেত্রী জাবিনা তৌফা। একাধিক খন্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করে সাম্প্রতিক সময়ে বেশ পরিচিতি পেয়েছেন তৌফা। ছোট পর্দার পাশা পাশি অতি সম্প্রতি দুটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। কমল সরকার পরিচালিত ‘পাগলামি’ ও মুহাম্মদ জাকির খান পরিচালিত ‘স্বপ্নের মাঝে তুমি’ শিরোনামে দুই চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা তকমাটি তার নামের আগে ইতোমধ্যে লেগে গেছে ! এই দুই চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবেই বড় পর্দায় তার পথ চলা শুরু হয়েছে। চাঁপাই নবাবগঞ্জের মেয়ে তৌফা রাজশাহীর সাংস্কৃতিক কেন্দ্রে শিশু মঞ্চ থিয়েটারের মধ্যে দিয়েই অভিনয়ে হাতে খড়ি ২০১০ সালে। তারপর ধীরে ধীরে পথ চলা। টানা ছয় বছর বিভিন্ন মঞ্চ নাটকে কাজ করেছেন তিনি । ২০১৬ সালে ঢাকায় এসে প্রথমে ফটো সেশনের কাজ করেন এই অভিনয় শিল্পী । এ বছরেরই নজরুল কোরাইশী পরিচালিত খ ‘ফালতু’ নাটকে প্রথম টিভি পর্দার সামনে আসেন এই অভিনেত্রী। নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হয়। নাটকে তিনি একজন অফিস স্টাফের চরিত্রে অভিনয় করেন। এরপর নজরুল কোরাইশী পরিচালিত কিছু সরকারী উন্নয়নমুলক টিভি স্পট, টিভিসি,ধারাবাহিক ডকুমেন্ট্রিতে কাজের সুযোগ পান অভিনেত্রী তৌফা। যা সে সময় বিটিভিসহ ১৫টি চ্যানেল প্রচার হয়েছিলো। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেসনের টিভি স্পট, আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রযোজিত তথ্যমুলক ধারাবাহিক ‘ভাবনাহীন সুখী জীবন’ নাটকের কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন এই সম্ভাবনাময় অভিনেত্রী। এরপর একে একে ছোট পর্দাই অভিনয় করেন পরিচালক জুয়েল শরিফের বিটিভিতে প্রচারিত নাটক ‘শূটিং’, রাশেদা আক্তার লাজুক পরিচালিত ভ্যালেনটাইন ডে’র বিশেষ নাটক ‘তুমি ছাড়া ইম্পসিবল’, জি এম সৈকত পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘লেডি গোয়েন্দা’, এটিএন বাংলা চ্যানেলের মেগা ধারাবাহিক ‘ডিবি’ নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী। এখন বৈশাখী টেলিভিশনে সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’ কেন্দদ্রীয় প্রধান একটি চরিত্র ময়নার ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি বড় পর্দায় নাম লেখানো অভিনয় শিল্পী জাবিনা তৌফা বলেন আমি কোনো চরিত্রকেই ছোট করে দেখিনা চরিত্রের গুরুত্ব আছে এমন সব ধরনের কাজেই আমি অভিনয় করতে আগ্রহী । নায়িকা নয় আমি চাই একজন সফল অভিনেত্রী হতে। আর এ জন্য সংশ্লিষ্টদের দোয়া ও সহযোগিতা চাই। তৌফা তার কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতার মাধ্যমে এগিয়ে যাবেন কাঙ্খিত লক্ষে । তার জন্য শুভ কামনা।
×