ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসাধ্য সাধনের পুরস্কার

প্রকাশিত: ০৫:০৩, ১০ নভেম্বর ২০১৮

অসাধ্য সাধনের পুরস্কার

কথায় আছে ইচ্ছে শক্তি থাকলে মানুষ অসাধ্যকেও জয় করতে পারে। পা ছাড়া স্বাভাবিকভাবে চলাফেরা করা যেখানে কঠিন। সেখানে নকল পা নিয়ে এভারেস্ট চূড়ার শীর্ষে ওঠা সহজ নয় নিশ্চয়ই। কিন্তু সেই অসাধ্য জয় করেছেন ভারতের তরুণী অরুণিমা সিংহ। ট্রেনের কামরায় ছিনতাইবাজদের সামনে রুখে দাঁড়িয়েছিলেন। যার ‘শাস্তি’ হিসেবে তাকে ট্রেন থেকে ফেলে দিয়েছিল দুষ্কৃতকারীরা। উল্টো দিক থেকে আসা ট্রেনের চাকায় কাটা পড়েছিল বাঁ পা। সারা রাত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দেখেছিলেন, তার কাটা পড়া পায়ে ভিড় করছে ইঁদুরের দল। উত্তর প্রদেশের অম্বেদকর নগরের মধ্যবিত্ত পরিবারের অরুণিমার বয়স তখন ২৩। জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড়। মুহূর্তে জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার। যদিও লড়াইয়ের ময়দান থেকে সরে আসেননি। অস্ত্রোপচার করে নকল পা বসানোর পরেই অরুণিমা এভারেস্ট জয়ের সঙ্কল্প করেছিলেন। বহু লড়াইয়ের পর ২০১৩ সালের ২১ মে, জয় করেছিলেন এভারেস্ট। নকল পা নিয়ে তিনিই বিশ্বের প্রথম এভারেস্টজয়ী নারী। আর সেই সাফল্যের জন্য অরুণিমাকে সম্মান জানাল ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লিল্ড। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে তাকে সাম্মানিক ডক্টরেট দিল ব্রিটেনের এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। ওয়েবসাইট অবলম্বনে।
×