ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসুস্থ খালেদাকে জোর করে কারাগারে নেয়া হয়েছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:৪২, ৯ নভেম্বর ২০১৮

অসুস্থ খালেদাকে জোর করে কারাগারে নেয়া হয়েছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ অসুস্থ খালেদা জিয়াকে জোর করে কারাগারে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) খালেদা জিয়ার চিকিৎসা শেষ না হলেও জোর করে তাকে সেখান থেকে কারাগারে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানির পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বেআইনীভাবে হাসপাতাল থেকে নাইকো দুর্নীতি মামলার শুনানির জন্য আদালতে হাজির করা হয়। শুনানির পর সেখান থেকে হাসপাতালে না নিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অথচ মেডিক্যাল বোর্ড বলেছে, তিনি অত্যন্ত অসুস্থ। মেডিক্যাল বোর্ড তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ সার্টিফিকেট (ছাড়পত্র) দিয়েছে বলে আমাদের জানা নেই। সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ কাজ করেছে। আমরা এর নিন্দা জানাই। সেই সঙ্গে অবিলম্বে তার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানাচ্ছি। ফখরুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের আপত্তি সত্ত্বেও তাকে আদালতে ও কারাগারে নেয়া হয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে খালেদা জিয়াকে বিএসএমএমইউ থেকে বের করে আদালতে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। এই বিষয়টিকে অগ্রাহ্য করে সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে কারাগারের আদালতে নিয়েছে। শুনানি শেষে তাকে আবার সেই কারাগারেই রাখা হয়েছে। তিনি বলেন, আমরা কারা অভ্যন্তরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আদালত সময় দেননি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া। চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত খালেদাকে হাসপাতালে রাখার দাবি রিজভীর ॥ চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে হাসপাতালে রাখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। চিকিৎসকের অনুমোদন ছাড়াই খালেদা কারাগারে-ড্যাব ॥ চিকিৎসকের অনুমোদন ছাড়াই খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ড্যাব। বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্যাবের মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন এ অভিযোগ করেন। আমিরাতে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশীর মৃত্যু বিডিনিউজ ॥ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ তৈয়ব আলীর (৩৮) বাড়ি চট্টগ্রামের হাটহাজারি থানার দক্ষিণ মাদার্শা গ্রামে। তিনি গ্রামের ঠা-া মিয়া সওদাগর বাড়ির মৃত সালেহ আহমেদের ছেলে। স্থানীয় সময় বুধবার ভোরে আবুধাবির মোসাফফাহ শিল্পনগরীর ৯ নং জোনের ওই অগ্নিকা-ে নিহত তৈয়ব ১৮ বছর ধরে আমিরাত প্রবাসী ছিলেন।
×