ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরও ১৭ কনটেন্ট নির্মাণের পরিকল্পনা নেটফ্লিক্সের

প্রকাশিত: ০৬:৩৯, ৯ নভেম্বর ২০১৮

আরও ১৭ কনটেন্ট নির্মাণের পরিকল্পনা নেটফ্লিক্সের

এশিয়ায় আরও ১৭টি মৌলিক কনটেন্ট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ভিডিও স্ট্রিমিং সেবাদাতা নেটফ্লিক্স। আন্তর্জাতিক গ্রাহক সংখ্যা বাড়াতে প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন এর প্রধান কনটেন্ট কর্মকর্তা টেড সারানডস। সিঙ্গাপুরে নিজেদের কনটেন্ট নিয়ে প্রদর্শনীতে নতুন এই পরিকল্পনার ঘোষণা দেয় নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটি আগ্রাসীভাবে বিনিয়োগ করছে। এর ফলে নিজ দেশের বাইরের বাজারে এই প্লাটফর্মের গ্রাহক সংখ্যাও বেড়েছে, যুক্তরাষ্ট্র আর আন্তর্জাতিক বাজারে প্রত্যাশা ছাপিয়ে আয় করেছে এই প্রতিষ্ঠান। চলতি বছর কনটেন্টের জন্য আট শ’ কোটি ডলার নির্ধারণ করেছে নেটফ্লিক্স। নিজেদের তৃতীয় প্রান্তিক পর্যন্ত হিসেবে ইতোমধ্যে ৬৯০ কোটি ডলার খরচ করে ফেলেছে প্রতিষ্ঠানটি। এশিয়াতের মধ্যে নেটফ্লিক্সের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারতে। কমবয়সী আর প্রযুক্তিবান্ধব মধ্যবর্তী শ্রেণীর কাছে এই প্লাটফর্ম জনপ্রিয় হয়ে উঠেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×