ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় নাইট ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ১২

প্রকাশিত: ০৬:০৪, ৯ নভেম্বর ২০১৮

ক্যালিফোর্নিয়ায় নাইট ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ১২

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি পানশালায় বৃহস্পতিবার বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে। গুলি চালানোর সময় বার এ্যান্ড গ্রীল নামের ওই জনপ্রিয় পানশালায় বহু কলেজ শিক্ষার্থী আনন্দ করছিল। এ ঘটনায় বহু লোক আহত হয়েছে। হামলাকারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে হামলার কারণ ও ওই বন্ধুকধারীর প্রকৃত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কড়া নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিহত ও আহতদের সবার প্রতি সৃষ্টিকর্তা সহায় হোন। আমি এদের পরিবারের সবার প্রতি সমবেদনা জানাই। খবর সিএনএন ও এএফপির। এক প্রত্যক্ষদর্শী জানায়, ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওয়াকস শহরের ওই পানশালায় গান চলাকালে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এরপর পুলিশ এসে হামলাকারীকে থামানোর চেষ্টা করে। পুলিশ জানায়, হামলাকারীকে বারের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার পরিচয় পাওয়া যায়নি। হামলার সময় বারের লোকজন জানালা ভেঙে পালানোর চেষ্টা করে। কেউ কেউ টয়লেটেও আশ্রয় নেয়। হামলাকারী গ্রেনেড এবং আধা স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করেছে। থাউজেন্ড ওয়াকস শহরের মেয়র এ্যান্ডি ফক্স জানান, বর্ডারলাইন বার এ্যান্ড গ্রীলে মধ্যরাতে হামলা চালায় এক বন্দুকধারী। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। ফক্স বলেন, আমার মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বন্দুকধারীকে থামায়। সেখানে তারা বেশ কিছু হতাহত লোক দেখতে পায়। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। ফক্সের মতে থাউজেন্ড ওয়াকস হলো যুক্তরাষ্ট্রের অন্যতম নিরাপদ শহর। এ সম্পর্কে তিনি বলেন, আমরা সবসময়ে নিরাপদ শহরের তালিকার শীর্ষে থাকি। কিন্তু বাস্তবতা হলো, যে কোন স্থানে, যে কোন সময়ে এবং সবচেয়ে সুরক্ষিত এমনটা ঘটতে পারে। বারে স্থানীয় একটি কলেজের সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। এতে কমপক্ষে ২০০ মানুষ অংশ নেয়।
×