ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিউ হ্যাম্পশায়ার কংগ্রেসে পদ অক্ষুণ্ন রাখলেন আবুল খান

প্রকাশিত: ০৪:৪২, ৯ নভেম্বর ২০১৮

নিউ হ্যাম্পশায়ার কংগ্রেসে পদ অক্ষুণ্ন রাখলেন আবুল খান

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে পার্লামেন্ট মেম্বার হিসেবে পুনরায় বিজয়ী হয়েছেন প্রবাসী বাংলাদেশী আবুল খান। রিপাবলিকান পার্টি ডিস্ট্রিক্ট-টোয়েন্টি থেকে টানা তৃতীয় মেয়াদের জন্যে ‘স্টেট রিপ্রেজেনটেটিভ’ হলেন তিনি। আবুল খানের বাড়ি বরিশালের ভা-ারিয়া। আবুল খানই একমাত্র রিপাবলিকান যিনি মার্কিন প্রশাসনে উচ্চ পর্যায়ের নির্বাচিত বাংলাদেশী। মঙ্গলবার রাতে নির্বাচনে জয়ী হওয়ার পর আবুল খান বলেন, ‘সকলের দোয়া চাই মার্কিন প্রশাসনের কেন্দ্রবিন্দুতে ওঠার জন্য। একই সঙ্গে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বিক কল্যাণে অবদান রাখতেও আমি বদ্ধপরিকর।’ -সিব্রুক জিম্বাবুইয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৪৭ জিম্বাবুইয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী হারারে ও দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর রুসেপে এ দুর্ঘটনা ঘটে। এএফপি। পুলিশের মুখপাত্র পল নিয়াথি বলেছেন, জিম্বাবুইয়ে-মুতারি হাইওয়ে বাস সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যাত্রীবোঝাই একটি বাস রাজধানী হারারে ছেড়ে রুসেপ শহরের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি দ্রুতগামীর বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
×