ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এটলাস বাংলাদেশের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:২৪, ৮ নভেম্বর ২০১৮

এটলাস বাংলাদেশের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। যদিও বছর শেষে শেয়ারপ্রতি ১ টাকা ২৩ পয়সা লোকসান দেখিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএসইতে দেয়া তথ্যে কোম্পানিটি জানিয়েছে, ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনে আগামী ২২ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে কোম্পানির কারখানা প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা আয়োজন করবে এটলাস বাংলাদেশ। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নবেম্বর। সর্বশেষ প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৭-১৮ হিসাব বছরে শেয়ারপ্রতি ১ টাকা ২৩ পয়সা লোকসান হয়েছে এটলাস বাংলাদেশের। যদিও ২০১৬-১৭ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৩৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×