ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০১৭ সালে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৭, ৪ নভেম্বর ২০১৮

২০১৭ সালে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল ছয় কোম্পানি। কোম্পানিগুলো এ বছর দ্বিতীয়বারের মতো লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সবগুলো কোম্পানিই প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে, ১টি কোম্পানি বাদে ৫টি কোম্পানিই প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে বেশি মুনাফা দেখিয়েছে। কোম্পানিগুলো হলো- বিবিএস ক্যাবল, নাহি এ্যালুমনিয়াম, নুরানি ডাইং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ও পেসিফি ডেনিম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে (ডিএসই) এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম বছরে বিবিএস ক্যাবল লভ্যাংশ দিয়েছিল ২০ শতাংশ (৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস), যা দ্বিতীয় বছরে বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে (১০ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস)। নাহি এ্যালুমিনিয়াম প্রথম বছরে লভ্যাংশ দিয়েছিল ১৫ শতাংশ (৫ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস), যা দ্বিতীয় বছরে বেড়ে দাঁড়িয়েছে ১৭ শতাংশে (৭ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস)। নূরানি ডাইং প্রথম বছরে লভ্যাংশ দিয়েছিল ১০ শতাংশ বোনাস, যা দ্বিতীয় বছরে বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে (২ শতাংশ ক্যাশ ও ১১ শতাংশ বোনাস)। শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম বছরে লভ্যাংশ দিয়েছিল ১০ শতাংশ বোনাস, যা দ্বিতীয় বছরে বেড়ে দাঁড়িয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশে। ওয়াইম্যাক্স ইলেকট্রোড প্রথম বছরে লভ্যাংশ দিয়েছিল ১০ শতাংশ বোনাস, যা দ্বিতীয় বছরে বেড়ে দাঁড়িয়েছে ১২.৫০ শতাংশ বোনাসে। পেসিফিক ডেনিম প্রথম বছরে লভ্যাংশ দিয়েছিল ১২.৫ শতাংশ বোনাস, যা দ্বিতীয় বছরে বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশ বোনাসে। অপরদিকে, ২০১৭ সালে তালিকাভুক্ত ৬ কোম্পানির মধ্যে প্রথম হিসাব বছরের (২০১৬-১৭) তুলনায় বিদায়ী হিসাব বছরে (২০১৭-১৮) বিবিএস ক্যাবল, নাহি এ্যালুমিনিয়াম, নূরানি ডাইং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও পেসিফিক ডেনিমের মুনাফা বেড়েছে। তবে দ্বিতীয় হিসাব বছরে ওয়াইম্যাক্স ইলেকট্রোডের মুনাফা কমেছে। প্রথম হিসাব বছরে বিবিএস ক্যাবলের শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪.১২ টাকা, যা দ্বিতীয় হিসাব বছরে বেড়ে দাঁড়িয়েছে ৮.০৮ টাকায়। প্রথম হিসাব বছরে নাহি এ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৫৬ টাকা, যা দ্বিতীয় হিসাব বছরে বেড়ে দাঁড়িয়েছে ৩.০৮ টাকায়। নূরানি ডাইংয়ের প্রথম হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.১৫ টাকা, যা দ্বিতীয় হিসাব বছরে বেড়ে দাঁড়িয়েছে ১.৫০ টাকায়। পেসিফিক ডেনিমের প্রথম হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৩ টাকা, যা দ্বিতীয় হিসাব বছরে বেড়ে দাঁড়িয়েছে ১.৪৩ টাকায়। শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.১৪ টাকা, যা দ্বিতীয় হিসাব বছরে বেড়ে দাঁড়িয়েছে ১.১৫ টাকায়। আর ওয়াইম্যাক্স ইলেকট্রোডের প্রথম হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.০৯ টাকা, যা দ্বিতীয় হিসাব বছরে কমে দাঁড়িয়েছে ১.৯৬ টাকায়। ২০১৭ সালে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বিবিএস ক্যাবল, নাহি এ্যালুমনিয়াম ও নূরানি ডাইং বোনাস লভ্যাংশের সঙ্গে নগদ লভ্যাংশও যুক্ত করেছে। তবে ওয়াইম্যাক্স ইলেকট্রোড ও পেসিফিক ডেনিম উভয় বছরই বোনাস লভ্যাংশের ওপর ভর করেছে। অন্যদিকে, শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম বছর পুরোটা বোনাস লভ্যাংশ দিলেও দ্বিতীয় বছর নগদ লভ্যাংশে টার্ন নিয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানি যদি বোনাস লভ্যাংশের সঙ্গে নগদ লভ্যাংশ যুক্ত করে, তাহলে বিনিয়োগকারীরা যেমন খুশি ও লাভবান হয়; তেমনি কোম্পানির আর্থিক অবস্থা যে শক্ত, তাও প্রতিফলিত করে।
×