ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা ফেনসিডিল ও গাঁজা জব্দ

প্রকাশিত: ০৬:১১, ৩ নভেম্বর ২০১৮

  রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা ফেনসিডিল ও গাঁজা জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা জব্দ করেছে মাদক ও পুলিশ বিভাগ। অভিযানে ধরা পড়েছে ১০ পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে এক রোহিঙ্গা, ৩ ফেরার আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কামরুল ইসলাম শুক্রবার ফজরের নামাজ শেষে হঠাৎ খবর পান হাতিরঝিলে টেকনাফ থেকে রোহিঙ্গা নাগরিক আবুবক্কর সিদ্দিক রোহান ইয়াবার একটি চালান সালাম নামের এক যুবকের কাছে হস্তান্তর করবে। তিনি মাদকের টিম নিয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে এ দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। তাদের কাছ থেকে ৮ শ’ ইয়াবা জব্দ করা হয়। এ সময় তারা স্বীকার করেন, ইয়াবার এই চালান সকাল ৯টায় মহাখালির হোটেল গ্র্যান্ড প্যালেসের মালিক সুমন খানের কাছে হস্তান্তর করা হবে। মাদক টিম ওই হোটেলে গিয়ে ম্যানেজার আশিকুজ্জামান স্বপনকে হাতনাতে ধরেন। এ সময় তার হোটেল থেকে ৫ শতাধিক ইয়াবা জব্দ করা হয়। কামরুল ইসলাম বলেন, অভিযানের খবর পেয়ে মালিক সুমন খান পালিয়ে যান। তাকে ধরার জন্য শুক্রবার রাতেও অভিযান চলে। একই দিন মাদকের অপর একটি টিম সহকারী পরিচালক খুরশিদ আলমের নেতৃত্বে শংকর ও বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। তারা হচ্ছে জীবন মিয়া, ইতি আকতার মিতু, শফিকুল ও শোভন। তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও ৩ শতাধিক ফেনসিডিল জব্দ করা হয়। এদিকে দারুস সালাম থানাধীন মাজার রোডে অভিযান চালিয়ে ট্রাকের মাটঘাটে রাখা ১৮ হাজার পিস ইয়াবা জব্দসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেনÑ নুরুল আমিন (৩৫), আব্দুল আজিজ (২৭), গিয়াস উদ্দিন (৩৭), আব্দুর শুকুর (৩২) ও ট্রাকচালক রফিক উদ্দিন (৩১)। ইয়াবাসহ ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২২-৪৭৪৪) জব্দ করা হয়।
×