ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ফের প্রার্থী হওয়ার ঘোষণা সেলিম ওসমানের

প্রকাশিত: ০৬:০৭, ৩ নভেম্বর ২০১৮

 নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ফের প্রার্থী হওয়ার ঘোষণা সেলিম ওসমানের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন মহাজোটের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। শুক্রবার বিকেলে বন্দর উপজেলার ময়মনসিংহপট্টি এলাকায় ‘দল যার যার, সেলিম ওসমান সবার’ সেøাগান সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সর্বস্তরের জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এ ঘোষণা দেন। সেলিম ওসমান এ সময় বলেন, ইনশাল্লাহ আবারও বঙ্গবন্ধুর কন্যা ও শেখ হাসিনা ক্ষমতায় আসবেন। আমাদের প্রত্যেককে আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে হায়াত দারাস করেন। আমরা যেন উন্নয়ন করতে পারি। আগামী ৫ বছর ইনশাল্লাহ ২৫ বছর এগিয়ে যাবে। তিনি বলেন, আমার মার্কা কি আমি জানি না। উনি সিদ্ধান্ত নেবেন কোন্ মার্কা দিয়ে আমাকে নির্বাচন করতে হবে। যদি কোন দলের মার্কা নিয়ে অন্য কেউ সন্তুষ্ট হোন তাহলে আপনাদের দেয়া মার্কা নিয়ে সেলিম ওসমান ইনশাল্লাহ আগামী নির্বাচন করবে। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সেলিম ওসমানের সহধর্মিণী নাসরিন ওসমান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, কাউন্সিলর আব্দুল করিম বাবু, শওকত হাশেম শকু, কাউন্সিলর নাজমুল আলম সজল ও গোলাম নবী মুরাদ হান্নান সরকার। এ আসনে ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম নাসিম ওসমান সংসদ সদস্য নির্বাচিত হন। একেএম নাসিম ওসমানের মৃত্যুর পর তার ভাই বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান উপনির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন।
×