ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানের তেল কেনায় ৮ দেশকে ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৩৪, ৩ নভেম্বর ২০১৮

 ইরানের তেল কেনায় ৮ দেশকে  ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরানের ওপর আগামী সপ্তাহ থেকে নিষেধাজ্ঞা পুনর্বহাল করলেও দেশটি থেকে তেল কেনা চালিয়ে যেতে ঘনিষ্ঠ মিত্র দেশ দক্ষিণ কোরিয়া, জাপান এমনকি ভারতসহ ৮টি দেশকে ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ শুক্রবার এ খবর দিয়েছে। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতাদেশগুলো মূলত এশিয়ার। তেল কেনা অব্যাহত রাখার জন্য এ দেশগুলো নিষেধাজ্ঞায় ছাড় চায়। -খবর ইয়াহু নিউজের। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ভারতকে এ ছাড় মঞ্জুর করেছে যুক্তরাষ্ট্র। এ দেশগুলো ইরানের তেলের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। এছাড়াও যে দেশগুলো ছাড় পাচ্ছে তাদের তালিকা সরকারীভাবে প্রকাশ করা হবে সোমবার।
×