ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকুন ॥ সেনাপ্রধান

প্রকাশিত: ০৬:৩৭, ৩১ অক্টোবর ২০১৮

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকুন ॥ সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট রেজিমেন্টাল সেন্টারে সেনাবাহিনী প্রধানকে ‘৫ম কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত অনুষ্ঠানে যোগ দিয়ে এ নির্দেশনা দেন সেনা প্রধান। অনুষ্ঠানে জেনারেল আজিজ আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনী সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন সময়ে এই বাহিনীর সদস্যরা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় গুরুপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও রয়েছে অভূতপূর্ব অবদান। আগামীতেও সেনাবাহিনী জাতীয় যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও জানান তিনি।
×