ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দুর্যোগ ব্যবস্থাপনা ॥ ৮ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেবে চসিক

প্রকাশিত: ০৫:৪৪, ৩১ অক্টোবর ২০১৮

দুর্যোগ ব্যবস্থাপনা ॥ ৮ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেবে চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভূমিকম্পসহ বিভিন্ন ধরনের দুর্যোগ ব্যবস্থাপনায় ৮ হাজার ২শ’ স্বেচ্ছাসবককে প্রশিক্ষণ প্রদান করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রশিক্ষিত এই স্বেচ্ছাসেবকরা প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। যে কোন দুর্যোগ থেকে রক্ষা পেতে সাধারণ জ্ঞান বা প্রশিক্ষণ থাকা প্রয়োজন। জনসাধারণের উচিত ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী দলকে দুর্যোগকালীন সময়ে সহায়তায় এগিয়ে আসা। এতে করে জানমালের ক্ষতি অনেক কমিয়ে রাখা সম্ভব। মঙ্গলবার সকালে ভূমিকম্প, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক এক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসার অয়োজনে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিচালনায় এই মহড়া কর্যক্রম অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল সিটি কর্পোরেশন এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং সিএ্যান্ডএ ফাউন্ডেশন চসিক মেয়র বলেন, চট্টগ্রাম ভূমিকম্পপ্রবণ এলাকা। এছাড়াও শুষ্ক মৌসুমে অগ্নিকা-ের ঘটনা বেশি ঘটে। তাই অগ্নিকা-, ভূমিকম্প, বন্যা ইত্যাদি দুর্যোগ থেকে কিভাবে জনজীবন রক্ষা করা যায় এ বিষয়ে প্রশিক্ষণ ও সাধারণ ধারণা থাকা প্রয়োজন। তিনি বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে অগ্নিকা-, ভূমিকম্প ও উদ্ধার বিষয়ে সারাদেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুতির প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও। বিগত সময়ে চট্টগ্রাম নগরে প্রতিটি ওয়ার্ড থেকে ২০০ জন স্বেচ্ছাসেবকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মাধ্যমে ৩ দিনের প্রশিক্ষণ দেয়া হয়।
×