ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রেড হ্যাট অধিগ্রহণ করছে আইবিএম

প্রকাশিত: ০৪:৩০, ৩০ অক্টোবর ২০১৮

রেড হ্যাট অধিগ্রহণ করছে আইবিএম

৩৪০০ কোটি মার্কিন ডলারে ওপেন-সোর্স সফটওয়্যার প্রতিষ্ঠান রেড হ্যাট অধিগ্রহণের কথা জানিয়েছে আইবিএম। রবিবার প্রতিষ্ঠানটি কেনার ঘোষণা দেয় আইবিএম। রেড হ্যাট-এর সহায়তায় ক্লাউড কম্পিউটিং ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে মার্কিন প্রতিষ্ঠানটির। রেড হ্যাট কেনার মাধ্যমে ক্লাউড কম্পিউটিং ব্যবসায় এ্যামাজন, গুগল এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আইবিএম। লিনাক্স অপারেটিং সিস্টেমে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান রেড হ্যাট। গ্রাহককে লিনাক্স সমর্থন, প্রশিক্ষণ এবং পরামর্শ সেবা দিতে অর্থ নেয় প্রতিষ্ঠানটি। আইবিএম-এর জন্য এটিই এ যাবত কালের সবচেয়ে বড় অধিগ্রহণ। মেইনফ্রেম সার্ভার ও সফটওয়্যারের চাহিদা কমায় নিবন্ধনভিত্তিক সফটওয়্যার সেবার দিকে নজর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। আইবিএম প্রধান নির্বাহী জিনি রমেত্তি বলেন, ‘রেড হ্যাট অধিগ্রহণ এই খাতে পরিবর্তন আনবে। এটি ক্লাউড বাজারের সব কিছুই পরিবর্তন করবে।’ -অর্থনৈতিক রিপোর্টার
×