ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেওয়ান নাজমুলের হাজার পর্বের ধারাবাহিক ‘সুয়োরানী দুয়োরানী’

প্রকাশিত: ০৩:৫৩, ৩০ অক্টোবর ২০১৮

দেওয়ান নাজমুলের হাজার পর্বের ধারাবাহিক ‘সুয়োরানী দুয়োরানী’

স্টাফ রিপোর্টাার ॥ অনেক দিন ধরেই এই ধারাবাহিকটি নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয় দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসার পর নির্মাতা হিসেবে অসংখ্য চমৎকৃত কাজ উপহার দেয়া নির্মাতা তিনি। সেসব নিয়ে কোন উচ্চবাচ্যও করেননি। তবে এই ধারাবাহিকটি নিয়ে নিজে থেকেই একটু হলেও উচ্চস্বরে কথা বলছেন। বিশেষ করে ধারাবাহিকটির শিল্পী নির্বাচন, নির্বাচিত শিল্পীদের নিয়ে দীর্ঘদিন ধরে মহড়া এবং ব্যয়বহুল সেট নির্মাণের পর শূটিং। তাও আবার শিল্পীদের ধরে ধরে কাজ করছেন। অর্থাৎ অনেকটা সময় নিয়ে কাজ করছেন। কারণ তার স্বপ্ন জীবনে একটি কাজের মধ্য দিয়ে হলেও বেঁচে থাকতে চান তিনি। সেটি অবশ্যই ভাল এবং নান্দনিক কাজ। তেমনি একটি কাজ হচ্ছে বলে অনেকটা ইঙ্গিতও দিয়েছেন পরিচালক। স্ক্রিপ্টও সেভাবেই তৈরি করেছেন পরিচালক নিজেই। বলা হচ্ছে দেশের প্রখ্যাত নির্মাতা দেওয়ান নাজমুলের আলোচিত প্রযোজনা ধারাবাহিক ‘সুয়োরানী দুয়োরানী’ নাটকের কথা। নানা ধরনের ব্যতক্রমী আয়োজনে শূটিং চলছে হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘সুয়োরানী দুয়োরানী’। কল্প রাজ্যের নান্দনিক গল্প সুয়োরানী দুয়োরানী অবলম্বনে নাটকের গল্পটি পরিমার্জন ও পা-ুলিপি রচনাসহ পরিচালনা করছেন স্বনামধন্য চিত্র পরিচালক দেওয়ান নাজমুল। ‘এমপ্যাথি’র ব্যানারে নির্মিত এই ধারাবাহিক নাটকে একের পর এক যোগ হচ্ছে নানা চমক, নতুন নাটকীয়তা আর নান্দনিকতা। হাজার পর্বের এই দীর্ঘ ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আলিরাজ, ইলিয়াস জাভেদ, চিত্রলেখা গুহ, বড়দা মিঠু, আমির সিরাজি, রেবেকা, ঈশানা, শিখা মৌ, সাব্বির আহমেদ, সাদিয়া মির্জা, সাইফ খান, আশিক, হাসিব খান শান্ত, চৈতি, অরিন, সানজিদা তন্ময়, তানিয়া বৃষ্টি, ফাহিম, আমিন সরকার, পলাশ মাহমুদ, কাজী রাজু, তারিক স্বপন, উত্তম, সাবিহা রুষা (অক্ষি), সায়লা, প্রীমা, প্রেমা, সেঁজুতি, তমা ইসলাম, রাফিদ, রহমত, তূর্যয়, আকতারুল আলম তিনু ও দেওয়ান নাজমুল। ধারাবাহিকের চিত্রগ্রহণ করছেন আরাদাত হোসেন এবং সেট ডিজাইন করেছেন তূর্যয় তীর। নির্মাতার আশা নাটকের প্রত্যেকটি চরিত্র দর্শকের মনে বাড়তি আনন্দের খোরাক জোগাবে। এ প্রসঙ্গে পরিচালক দেওয়ান নাজমুল বলেন, ভিজ্যুয়াল দুনিয়ায় করা সম্ভব কিন্তু এদেশে হয়নি এমন কাজগুলোই বেশি করার চেষ্টা করছি আমরা। তিনি আরও জানান, এবারই প্রথম বাংলা নাটকে মৎস্য কন্যা চরিত্রের দেখা মিলবে। গ্রীন স্ক্রিন শূটিংয়ের পর ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে বাস্তব সম্মতভাবে এই নাটকে উপস্থাপন করা হয়েছে এই চরিত্রটি। আশা করি দর্শক খুবই ভালভাবে গ্রহণ করবে। নাটকে মৎস্য কন্যা চরিত্রে অভিনয় করছে নবাগতা গুণী অভিনেত্রী সাবিহা রুশা (অক্ষী)। সম্পাদনা ও ভিএফএক্স ডিজাইন করেছেন আকতারুল আলম তিনু। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে ১৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশের পর বেশ আলোচনায় এসেছে ।
×