ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আফগান নির্বাচন কমিশনের কাছে হামলা

প্রকাশিত: ০৩:৫০, ৩০ অক্টোবর ২০১৮

আফগান নির্বাচন কমিশনের কাছে হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের নির্বাচন কমিশন কার্যালয়ের কাছে একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটেছে। সোমবারের ওই বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছে। আইএস এই হামলার দায় স্বীকার করেছে। খবর ইয়াহু নিউজের। গত সপ্তাহে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পর তা গণনা শুরুর মধ্যেই এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটল। আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে ৩৩টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয় ২০০১ সালে মার্কিন জোটের হামলায় ক্ষমতাচ্যুত হওয়া তালেবান। আফগানিস্তানের ১৭ বছরের যুদ্ধ অবসানে সশস্ত্র এই গ্রুপটির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরুর খবর বেরিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
×