ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলফাডাঙ্গায় আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষ দোকান, ঘরবাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৫:০১, ২৭ অক্টোবর ২০১৮

 আলফাডাঙ্গায় আওয়ামী লীগের দুই নেতার  সমর্থকদের সংঘর্ষ দোকান, ঘরবাড়ি  ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ অক্টোবর ॥ জেলার আলফাডাঙ্গায় আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংর্ষের ঘটনা ঘটেছে। এসময় সাতটি দোকান ও আটটি বাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন ২১ জন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের বাঁশতলা বাজার এবং চর নারানদিয়া দক্ষিণ ও উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আলফাডাঙ্গা ও পাশের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোন পক্ষই থানায় কোন অভিযোগ করেনি। জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দুই সদস্য দক্ষিণ চর নারনদিয়া এলাকার এসএম ওবায়দুর রহমান সরদার ওরফে জাফরের সঙ্গে ধুলঝুড়ি গ্রামের বাসিন্দা খালেদ মোশাররফ সরদার ওরফে রঞ্জুর বিরোধ চলে আসছিল। ওবায়দুর ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং খালেদ গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি সময় এক ব্যাক্তিকে মারপিট করা হয়। এর জের ধরে শুক্রবার সকাল নয়টার দিকে বাঁশতলা বাজারে এক নেতার সমর্থককে অন্য নেতার সমর্থকরা ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে দুই নেতার তিন শতাধিক সমর্থক বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের শুরুতে বাঁশতলা বাজারে চায়ের দোকানদার মোশাররফ মোল্লা, কাপড় ব্যবসায়ী সাদেক মোল্লা, কাঁচামাল ব্যবসায়ী মফিজ, মুদি ব্যবসায়ী হালিম খানসহ সাত ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাংচুর হয়। পরে এ সংঘর্ষ চর নারানদিয়ার বিভিন্ন মহল্লায় ছড়িয়ে পড়ে। এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগ সদস্য শিরিনা বেগম, হালিম খান, আনোয়ার খানসহ আটটি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সংঘর্ষে লিপ্ত দুই পক্ষের মধ্যে ওবায়দুর রহমানের সমর্থকরা শক্তিশালী হয়ে ওঠায় অপর পক্ষ একপর্যায়ে পালিয়ে গেলে এ সংঘর্ষেও অবসান হয়। এ সংঘর্ষে আওয়ামী লীগ নেত্রী শিরিনা বেগমের স্বামী আলমগীর হোসেন, হালিম খান, মোঃ পিকুল, ওহিদুল, হাবিবুর, রাজিয়া বেগম, রাবেয়া বেগম, ডালিম শেখ, মোঃ আজগর, শেখ, হারুণ শেখসহ উভয়পক্ষের ২১ জন আহত হয়েছেন। আহতদের আলফাডাঙ্গা ও পাশের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×