ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেসকো উত্তরা তৃতীয় পর্বের উপকেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ০৬:২১, ২৬ অক্টোবর ২০১৮

ডেসকো উত্তরা তৃতীয় পর্বের উপকেন্দ্র উদ্বোধন

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের উত্তরা ৩য় পর্বের ১৩২/৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্র বৃহস্পতিবার উদ্বোধন করেন বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গ্রিড উপকেন্দ্রটি উত্তরা ৩য় পর্বের সেক্টর-১৮ এর এভিনিউ-৩ ও ওয়েস্ট এভিনিউ সংলগ্ন ১০৩ নং প্লটের দুই বিঘা জমিতে নির্মিত এবং গত ২৮ জুন পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আহমদ কায়কাউস, সচিব, বিদ্যুত বিভাগ, বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, প্রকৌশলী খালেদ মাহমুদ, চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড, মোঃ মাহবুব-উল-আলম, অতিরিক্ত সচিব, বিদ্যুত বিভাগ, বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং চেয়ারম্যান ডেসকো বোর্ড, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহিদ সারওয়ার (অব.), ব্যবস্থাপনা পরিচালক, ডেসকো, বিদ্যুত বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যুত বিভাগের আওতাধীন সংস্থার প্রধানগণ, ডেসকো বোর্ডের সম্মানিত পরিচালকবৃন্দ প্রমুখ। -বিজ্ঞপ্তি
×