ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অগ্নিসন্ত্রাসী ও জঙ্গীদের গ্রেফতার অভিযান জোরদার করা প্রয়োজন ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৬:০৭, ২৬ অক্টোবর ২০১৮

অগ্নিসন্ত্রাসী ও জঙ্গীদের গ্রেফতার অভিযান জোরদার করা প্রয়োজন ॥ হাছান মাহমুদ

সংসদ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সন্ত্রাসী, জঙ্গীগোষ্ঠী ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান আরও জোরদার করা প্রয়োজন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলার স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘ঐক্যফ্রন্টের নামে দেশ রিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াও’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সিলেটে জনসভা শেষে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং সারাদেশে গ্রেফতার করা হচ্ছে’ মর্মে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সম্প্রতি বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, গ্রেফতার আরও হওয়া উচিত ছিল। কারণ যে সমস্ত সন্ত্রাসী, জঙ্গীগোষ্ঠী ও অগ্নি সংযোগকারী বিএনপির ছত্রছায়ায় ২০১৩, ১৪ ও ১৫ সালে বাংলাদেশে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল, তারা এখন আবার ঐক্যফ্রন্টের ব্যানারে মাঠে নেমেছে। তাই তাদেরকে পুলিশ গ্রেফতার করছে। সুতরাং এরা সবাই আসামি। আসামিদের গ্রেফতার করলে উনারা (বিএনপি) সংবাদ সম্মেলন করেন। জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে তিনি বলেন, আগস্ট-সেপ্টেম্বর মাসজুড়ে উনারা অনেক হাঁকডাক দিয়ে অক্টোবর মাসে একটি বড় অশ্ব ডিম্ব পাড়লেন, নাম দিলেন জাতীয় ঐক্য। তবে এই ডিম্বটা ফুটে নাই বরং ফেটে গেছে। ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু এমপি প্রমুখ বক্তব্য রাখেন। খালেদা-তারেক মাইনাসে ঐক্যফ্রন্ট- খাদ্যমন্ত্রী ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে বলেছেন, এই জোট নির্বাচনী আন্দোলন বা কোন রাজনৈতিক জোট নয়, এটি একটি ষড়যন্ত্রের জোট। এই জোট বিএনপির নেতৃত্ব থেকে খালেদা ও তারেককে মাইনাস করার জোট। এছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতেই এই জোট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রখতে গিয়ে তিনি আরও বলেন, যারা কোনদিন কোন নির্বাচনে অংশ নেননি, অংশ নিলেও জামানত হারিয়েছেন তারা জোট করে সরকারকে চ্যালেঞ্জ করে। এরা কখনও সফল হবে না। দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন। আবার যদি তারা আগুন সন্ত্রাসের পথে হাঁটে তাহলে কঠোরভাবে প্রতিহত করা হবে। খাদ্যমন্ত্রী বলেন, খালি কলস বাজে বেশি। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা যে ভাষায় কথা বলছেন এটা তাদের বাগাড়ম্বর। তারা বিদেশী প্রভুদের সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্র করছেন। নির্বাচন যথাসময়েই হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেবে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। তাদের ষড়যন্ত্র কখনই সফল হবে না। বিএনপি এখনও ষড়যন্ত্রের মধ্য দিয়েই এগিয়ে চলছে। তাদের এই ষড়যন্ত্রকে মজবুত করতে ১/১১’র কুশীলবদের কাছে টেনেছে। আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
×