ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পানমুনজম থেকে সামরিক সরঞ্জামাদি সরানো শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৩:৪৭, ২৬ অক্টোবর ২০১৮

পানমুনজম থেকে সামরিক সরঞ্জামাদি সরানো শুরু হচ্ছে আজ

উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী পানমুনজম গ্রামের অস্ত্রশস্ত্র এবং চেকপোস্টগুলো শুক্রবার থেকে সরিয়ে নেয়া শুরু করতে যাচ্ছে আজ। শীতল যুদ্ধের সময় এই গ্রামটি দু’দেশের অস্ত্রবিরতি অঞ্চল হিসেবে পরিচিত লাভ করে। জায়গাটি ঐতিহাসিকভাবে যৌথ নিরাপত্তা অঞ্চল নামেও পরিচিত। কয়েক দশক ধরে দুই দেশের সশস্ত্র সৈন্যরা এখানে একে অপরের দিকে তীক্ষèনজর রাখত। এএফপি। দক্ষিণ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার পানমুনজম থেকে সামরিক সরঞ্জামাদি সরানোর ঘোষণা দেয়। ১৯৫৩ সালে দুই কোরিয়া ভেঙ্গে যাওয়ার পর উভয় দেশের কাছে কূটনৈতিক আলোচনার জন্য এই গ্রামটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। ২৫০ কিলোমিটার সীমার মধ্যে এটিই একমাত্র জায়গা যেখানে উত্তর কোরিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘের কমান্ড দাঁড়িয়ে থাকে মুখোমুখি। মন্ত্রণালয়ের মুখপাত্র চৈ হুন-সু বলেন, শুক্রবার থেকে সকল রক্ষীকে নিরস্ত্র করা হবে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা কমায় এই পদক্ষেপ গতি পেয়েছে। তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ীই এটি হচ্ছে।
×