ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রকাশিত: ০৪:১২, ২৫ অক্টোবর ২০১৮

বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে কুষ্টিয়ায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় মিলনায়তনে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিনোদনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ মোঃ মজিবর রহমান এবং প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ পারভেজ রহমান। বিআরবি গ্রুপের চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি আলহাজ মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিআরবির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোঃ পারভেজ রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, প্রবীণ সাংবাদিক আলহাজ ওয়ালিউল বারী চৌধুরী, এ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী, বিআরবির মহাব্যবস্থাপক মনিরুজ্জামান, দিপেন কুমার দাস, প্রফুল্ল কুমার শর্মা প্রমুখ। অনুষ্ঠানে ইন্ডিয়া, জাপান, সিঙ্গাপুর, ইরান, দুবাই, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের আমন্ত্রিত মেহমান উপস্থিত ছিলেন। সভাপতির ভাষণে শিল্পপতি মোঃ মজিবর রহমান বলেন, বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উৎপাদিত পণ্য দেশ ও বিদেশে যথেষ্ট সমাদৃত হয়েছে। গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদন করায় বিশ্বের তিন হাজার বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে বিআরবি ৩৩তম স্থান লাভ করেছে। ব্যবসায়িক সফলতার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বিশেষ অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে এ শিল্প প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০-১২ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করছে। অনুষ্ঠানের শুরুতে সকালে বিআরবির উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এই শিল্প প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক শাফী। উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৩ অক্টোবর শিল্পপতি আলহাজ মোঃ মজিবর রহমান কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে গড়ে তোলেন বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ। বর্তমানে দেশের গ-ি পেরিয়ে এ শিল্প প্রতিষ্ঠানটি বিশ^জুড়ে পরিচিতি লাভ করেছে। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখার ফলে বিআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রিজের পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছে ব্যাপকভাবে।
×