ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লুক্সেমবার্গে শেষ চারে বাউচার্ড

প্রকাশিত: ০৬:৫২, ২০ অক্টোবর ২০১৮

 লুক্সেমবার্গে শেষ চারে বাউচার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ লুক্সেমবার্গ ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইউজেনি বাউচার্ড। তাও আবার সৌভাগ্যক্রমে। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন তার প্রতিপক্ষ আন্দ্রেয়া পেটকোভিচ। কানাডিয়ান তারকা বাউচার্ড এদিন পেটকোভিচের বিপক্ষে প্রথম সেটে ৬-৪ গেমে হেরে যান। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান তিনি। তবে দুর্ভাগ্য পেটকোভিচের। দ্বিতীয় সেটে বাউচার্ড যখন ৪-০ গেমে এগিয়ে ঠিক তখনই ইনজুরির কারণে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন জার্মান তারকা। এর ফলে লুক্সেমবার্গ ওপেনের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন কানাডিয়ান তারকা ইউজেনি বাউচার্ড। সেই সঙ্গে ২০১৮ সালে দ্বিতীয় কোন টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেন প্রতিভাবান এই খেলোয়াড়। শুধু তাই নয়, ২০১৪ সালের পর এই প্রথম টানা পাঁচ জয়ের স্বাদ পেলেন বাউচার্ড। তবে এমনভাবে কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে মোটেও বিস্মিত নন কানাডিয়ান তারকা। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক যে তাকে ম্যাচ ছেড়ে দিতে হলো। এই অনুভূতিটা যে কেমন সে ব্যাপারে আমি খুব ভাল জানি। অতীতে মাঝে মাঝে আমার ক্ষেত্রেও তা ঘটেছে। একজন খেলোয়াড়ের জন্য নিঃসন্দেহে এটা সবচেয়ে বাজে অনুভূতি। তারজন্য আমার খুব খারাপ লাগছে। আশাকরি নতুন বছর খুব ভালভাবেই শুরু করতে পারবে সে। তবে আমি মনে করি এমনভাবে জয়টা খুব চিন্তার। মোটেও অনুভূত হয় না। তবে আশাকরি সেমিফাইনালে গর্জে ওঠতে পারব। টুর্নামেন্টের শেষ চারে খেলার আরেকটি সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’ সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, ক্যারোলিন ওজনিয়াকি কিংবা আনা ইভানোভিচের মতো তারকাদের ভিড়ে ইউজেনি বাউচার্ড নামটা খুব বেশি উজ্জ্বল ছিল না মোটেও। কিন্তু ২০১৪ সালে টেনিস কোর্টে একগুচ্ছ সাফল্যের বদৌলতে হঠাৎ করেই বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রমীলা টেনিস খেলোয়াড় হিসেবে আবির্ভাব ঘটে তার। প্রথম কানাডিয়ান খেলোয়াড় হিসেবে সে বছরই উইম্বলডন টেনিসের ফাইনালে খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসী ওপেনের সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করেন। যদিও এই ৩ গ্র্যান্ডস্লামের কোনটারই শিরোপা জয়ের সৌভাগ্য হয়নি তার। তারপরও অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে সে বছরই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ পঞ্চম স্থানে ওঠেন তিনি। তবে সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বাউচার্ড। টেনিস কোর্টে গত দুটি বছর তো একেবারেই বাজেভাবে কেটেছে তার। মেজর কোন টুর্নামেন্টেই নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। সেই বাউচার্ড দীর্ঘদিন পর আবারও আলোচনায়। এবার আলোচনার টেবিলে আসলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পঞ্চাশের এক খেলোয়াড়কে পরাজিত করে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৪ নম্বর খেলোয়াড়কে হারিয়েই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। দীর্ঘ ১৪ মাস পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পঞ্চাশে থাকা কোন খেলোয়াড়ের বিপক্ষে এটাই যে তার প্রথম জয়। লুক্সেমবার্গ ওপেনে এবার বড় অঘটনের জন্ম দিয়েছেন ইউক্রেনের দায়ানা ইয়াসট্রেমস্কা। বুধবার তিনি পরাজিত করেন দুইবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজাকে। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ইয়াসট্রেমস্কা ৬-২ এবং ৬-৩ গেমে পরাজিত করেন স্পেনের এই তারকা খেলোয়াড়কে। অথচ ইউক্রেনের ইয়াসট্রেমস্কা বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৬৬ নম্বরে অবস্থান করছেন। মাত্র ১৮ বছর বয়স। এই বয়সেই টেনিস দুনিয়ায় কাঁপন ধরিয়ে দিয়েছেন ইউক্রেনের এই খেলোয়াড়। গত সপ্তাহেই তিনি হংকং ওপেনের শিরোপা জেতেন। সেই উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই হারিয়ে দিলেন স্পেনের গারবিন মুগুরুজাকে। এরপর কোয়ার্টার ফাইনালের ম্যাচও জিতে নেন তিনি। বৃহস্পতিবার ইউক্রেনের এই খেলোয়াড় ৬-১ এবং ৬-৪ গেমে হারান রাশিয়ার মার্গারিতা গ্যাস্পারিয়ানকে।
×