ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বের অর্ধেক মানুষের দৈনিক আয় সাড়ে ৫ ডলারের কম

প্রকাশিত: ০৪:১৪, ১৮ অক্টোবর ২০১৮

বিশ্বের অর্ধেক মানুষের দৈনিক আয় সাড়ে ৫ ডলারের কম

চরম দারিদ্র্য হ্রাসে অগ্রগতি সত্ত্বেও বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেক সংখ্যক মানুষের দৈনিক আয় ৫ দশমিক ৫ ডলারের কম। সমৃদ্ধ অর্থনীতিতে অবশ্য তাদের অংশগ্রহণ বাড়ছে। বিশ্বব্যাংক বুধবার এ তথ্য প্রকাশ করেছে।Ñ এএফপি ব্যাংকের অর্ধবার্ষিক রিপোর্টে পিছিয়ে থাকা দেশগুলোতে দারিদ্র্য বিষয়ে ব্যাপক গুরুত্ব দেয়া হয়েছে। রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে, অনেকেরই দৈনিক আয় ১ দশমিক ৯ ডলারের কম। যদিও চরম দারিদ্র্যে থাকা মানুষের সমৃদ্ধ অর্থনীতিতে অংশগ্রহণ সাম্প্রতিক বছরগুলোতে হ্রাস পাওয়া শুরু হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দারিদ্র্যের সম্প্রসারিত মানদ-ের বিচারে বিশ্বব্যাপী দরিদ্র মানুষের সংখ্যা এখনও উচ্চে অবস্থান করছে যা গ্রহণযোগ্য নয়। অথচ মানুষ বিভিন্ন অঞ্চল ও দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল ভোগ করছে অসমভাবে। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়লেও ২০১৩ থেকে ২০১৫-এর মধ্যে দরিদ্র মানুষের মোট সংখ্যা ৬ কোটি ৮০ লাখে নেমে এসেছে। এ সংখ্যা থাইল্যান্ড বা যুক্তরাজ্যের জনসংখ্যার সমান।
×