ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে চোখ স্টুয়ার্ট ল’র

প্রকাশিত: ০৪:৩৩, ১৫ অক্টোবর ২০১৮

 বাংলাদেশে  চোখ স্টুয়ার্ট  ল’র

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরে দুই টেস্টের সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সামনে পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ। কিন্তু টেস্টে ভারতের কাছে নাস্তানাবুদ হলেও এই শিক্ষাই বাংলাদেশের বিপক্ষে কাজে দেবে এমনটাই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল। ভারতীয় স্পিনে নাকাল হচ্ছে ক্যারিবীয়রা কিন্তু এটাও শিক্ষা মনে করে স্টুয়ার্ট ল বলেন, ‘ভারত সফরে আমরা অনেক বেশি স্পিন মোকাবেলার আশা করছিলাম এবং সেটাই হয়েছে। আমরা এখান থেকে বাংলাদেশ সফরে যাব। সেখানেও অনেক স্পিন ঘূর্ণি মোকাবেলা করব। তাই বলা যায়, এখানে স্পিন পরীক্ষাটা ছেলেদের জন্য বাংলাদেশ সফরে কাজে দেবে।’ ভারত সফর শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ পা রাখবে বাংলাদেশে। ২২ নবেম্বর থেকে শুরু করে ২২ ডিসেম্বর পর্যন্ত এই সফরে তারা খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০।
×