ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক সংস্কার দাবিতে ঝাড়ু মিছিল

প্রকাশিত: ০৪:০৪, ১৫ অক্টোবর ২০১৮

সড়ক সংস্কার দাবিতে ঝাড়ু মিছিল

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৪ অক্টোবর ॥ রূপগঞ্জে কাঞ্চন-রূপসী এলজিইডি সড়কের ১৩ কিলোমিটার সড়কই খানাখন্দে পরিণত হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থী, জনসাধারণ ও মালবাহী যানবাহনসহ আটকে পড়ে জনভোগান্তি চরমে পৌঁছেছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনসাধারণ ও পথচারীরা রবিবার দুপুরে উপজেলার কালাদি, ত্রিশকাহনিয়া ও হাটাবো এলাকায় পৃথকভাবে ঝাড়ু মিছিল, ধানের চারা রোপণ করে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার রূপসী থেকে কাঞ্চন জিসি নামের এলজিইডির অধীনে একটি ব্যস্ততম সড়কে খানাখন্দে ভরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে একাধিকবার ঝাড়ু মিছিল, ধানের চারা রোপণ করে বিভিন্নভাবে প্রতিবাদ করেও কোন প্রকার সুরাহা পাচ্ছে না।
×