ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উসমান খাজা যেখানে অনন্য

প্রকাশিত: ০৫:৪২, ১৩ অক্টোবর ২০১৮

 উসমান খাজা যেখানে অনন্য

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাই টেস্টে জয়ের সমান আনন্দের এক ড্র পেয়েছে অস্ট্রেলিয়া। ৮৫ ও ১৪১ রানের অনবদ্য দুটি ইনিংস উপহার দিয়ে দলকে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছেন উসমান খাজা। দুরন্ত ব্যাটিংয়ে পাকিস্তানী বংশোদ্ভূত স্টাইলিশ এ ওপেনার আসলে বুঁঝিয়ে দিয়েছেন বহুল আলোচিত বল টেম্পারিংয়ের পরও বেঁচে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট। নিষিদ্ধ স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। সেরা দুই তারকাকে ছাড়া প্রথমবারের মতো সাদা পোশাকে মাঠে নেমে টিম পেইনের দল কেমন করে সেটি দেখতে উন্মুখ ছিল ক্রিকেটবিশ্ব। বলতে গেলে পাকিস্তানকে নিশ্চিত জয়বঞ্চিত করেছেন খাজা। গড়েছেন আরব আমিরাতে চতুর্থ ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় উঠে এসেছেন সেরা দশে। দুবাইয়ে চতুর্থ ইনিংসে ১৪১ রান করে দুটি রেকর্ড নিজের করে নিয়েছেন উসমান খাজা। ২০১০ সালে সংযুক্ত আরব আমিরাতে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩১ রান করেছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান ইউনুস খান। আরব আমিরাতে চতুর্থ ইনিংসে সেটাই ছিল এতদিন কোন ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। এবার ইউনুসকে ছাড়িয়ে গেছেন খাজা। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ধৈর্যশীল ব্যাটিংয়ে চতুর্থ ইনিংসে আরও একটি রেকর্ড গড়েছেন খাজা। এর আগে চতুর্থ ইনিংসে এশিয়া সফরে সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। ২০০৯ সালে কলম্বোতে ১৪০ রানের ইনিংসটি খেলেছিলেন সাবেক নিউজিল্যান্ড তারকা অলরাউন্ডার। এবার দুবাইয়ে ১৪১ রানেই ইনিংসে ভেট্টোরিকেও ছাড়িয়ে গেলেন উসমান খাজা। দুবাইয়ে অভিষিক্ত বোলার বিলাল আসিফের ঘূর্ণি আর মোহাম্মদ আব্বাসের বোলিং তোপে প্রথম ইনিংসে ২০২ রানের গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। খাজার দায়িত্বশীল ৮৫ রান না এলে আরও বড় বিপর্যয় হতে পারত। জয়ের জন্য ৪৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে পঞ্চমদিনে সব উইকেট না হারানোটাই ছিল অসিদের চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ ভালভাবেই সামাল দিয়েছেন খাজা। মাটি কামড়ে থেকে দুবাইয়ে ১৪১ রানেই ইনিংস খেলে ইয়াসির শাহর বলে আউট হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। শুক্রবার প্রকাশিত নতুন টেস্ট রাঙ্কিংয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান নয় ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন। র‌্যাঙ্কিংয়ে খাজার আগের সেরা অবস্থান ছিল ১১ নম্বরে ২০১৭ সালের জানুয়ারিতে। সেবারই ক্যারিয়ার সেরা ৭৪৭ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। এখন যেটি ৭১৯ পয়েন্ট। অসিদের ম্যাচ বাঁচানোর আরেক নায়ক অধিনায়ক টিম পেইন দ্বিতীয় ইনিংসে খেলেন অপরাজিত ৬১ রানের দারুণ ইনিংস। দুই ধাপ এগিয়ে ৪৯ নম্বরে আছেন পেইন। সেরা তিনে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসন। দুই বছর পর টেস্ট দলে ফিরে সেঞ্চুরি করা পাকিস্তান ওপেনার মোহাম্মদ হাফিজ আছেন ৪৫ নম্বরে। ব্যাটসম্যানদের মধ্যে আসাদ শফিক (পাঁচ ধাপ এগিয়ে ২০ নম্বরে), হারিস সোহেল (১৭ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে), ইমাম উল হকও (২২ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে) উন্নতি করেছেন। টেস্ট বোলারদের তালিকায় সেরা তিনে জেমস এ্যান্ডারসন, কাগিসো রাবাদা ও ভারনন ফিল্যান্ডার, অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান, রবীন্দ্র জাদেজা ও ভারনন ফিল্যান্ডার।
×