ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপূর্ব কুমার কুণ্ডু

শারদীয় নাট্যোৎসব

প্রকাশিত: ০৭:২০, ১১ অক্টোবর ২০১৮

শারদীয় নাট্যোৎসব

আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা প্রদানের মধ্যে দিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এবং মানবসেবার উদাত্ত আহ্বান জানাতে সক্ষম হয়েছিলেন স্বামী বিবেকানন্দ আজ থেকে এক শ’ পঁচিশ বছর আগে। শিকাগো, ক্যালিফোর্নিয়াসহ আমেরিকার নানা প্রদেশে বক্তৃতাকালে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নারীর যত রূপ তার মধ্যে মাতৃরূপই প্রাচ্যবাসীর কাছে শ্রেষ্ঠ রূপ। অপরদিকে সনাতন ধর্মাবলম্বীদের অবাধ্য দেবী দুর্গার মাহাত্ম্য বর্ণিত গ্রন্থ চণ্ডিতে আছে, সেই দেবীকে নমস্কার যিনি সমগ্র বিশ্বে মাতৃরূপে বিরাজিতা। সন্তানকে গর্ভে সযত্নে লালন আর ভূমিষ্ঠের পর থেকে সন্তানকে মায়াস্নেহ-মমতার আঁচলে চিরটাকাল আগলে রাখতে ব্যাকুল যে মা সেই মায়ের বিষয় আশ্রিত নাটক এবং মা চরিত্রে রূপদানকারী লিজেন্ড অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের অভিনয়ের মধ্যে দিয়ে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী শারদীয় নাট্যোৎসব। স¤্রাট আকবেরর প্রধান সেনাপতি মানসিংহের স্মৃতি বিজরিত রাজারবাগের গঙ্গাসাগর দীঘি তটে অবস্থিত বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই নাট্যোৎসবের নাটক নির্বাচনের মূলসুরে নারীর বহুমাত্রিক রূপের চিত্রায়ন এবং তার মধ্যে শ্রেষ্ঠতম রূপটিকে শনাক্তকরণ। আগুন জ্বললে যেমন চারদিকটা আলোকে উদ্ভাসিত হয়ে যায় তেমনি বিগত সময়ে অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের অভিনয় কল্যাণের সুবাধে বরদেশ্বরীর শারদীয় নাট্যোৎসব আজ আঞ্চলিক সীমা অতিক্রম করে সার্বজনীন হয়ে উঠেছে। আর সেভাবেই আবদুল্লাহ আল মামুন রচিত- নির্দেশিত, ফেরদৌসী মজুমদার অভিনীত এবং ঐতিহ্যবাহী নাট্যদল থিয়েটার প্রযোজিত মেরাজ ফকিরের মা নাটকটি উৎসবের উদ্বোধনী মঞ্চায়নে চিনিয়ে দেবে দেশ-কাল-পাত্রের বিভাজন সত্ত্বেও মাতৃত্ব রূপটি কেন এবং কীভাবে সব সন্তানের কাছে শ্রেয় থেকে শ্রেয়তর। শ্রেয় বলে না বরং শ্রেষ্ঠত্বের গরিমায় রানী করুনাময়ী প্রজাদের ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দাম্ভিকতা প্রকাশ করলেও একসময় নিজের অসহায়ত্ব আর অনুশোচনার নিষ্পেষণে বোঝে, প্রজাশূন্য রাজ্যে রাজাই নিঃস্ব থেকে নিঃস্বতর। নারীর অহমিকার বিপরীতে বিনয় আহ্বানের মর্মবাণী নিয়ে দেশ অপেরা মঞ্চায়ন করবে যাত্রাপালা সতী করুনাময়ী। ঢাকা নান্দনিক দেখাবে কন্যা-জায়া-জননী প্রভৃতি রূপ পরিভ্রমণকালে একজন নারীর জীবন কতটা নড়বড়ে নাটক ন ড় ব ড়ে বৌ নাটক মঞ্চায়নের মধ্যে দিয়ে। বিবেকনন্দ থিয়েটার করে দেখাবে নারী হৃদয়ের বেদনা কিভাবে পাষাণ হৃদয়েও প্রেম আনে বিসর্জন নাটক মঞ্চায়নের মধ্যে দিয়ে। স্বপ্নদল চিনিয়ে দেবে নারীর রূপ এবং গুণের সমন্বয়ে তাঁর শক্তির পূর্ণ বিকাশ চিত্রাঙ্গদা মঞ্চায়নের মধ্যে দিয়ে। সংস্কার করে দেখাবে, সংসারে পারিবারিক গোলযোগ সৃষ্টিকারী পুরুষদের নিয়ন্ত্রণের সীমানায় আটকে সংসারকে স্বস্তি এবং শান্তির মলয় বাতাস বইয়ে দিতে পাবে শেষ পযন্ত নারীরাই। শেষ পর্যন্ত না বরং প্রথম থেকে নাটক নির্বাচন এবং মঞ্চায়নকে ভাবনায় রেখে বরদেশ্বরী কালীমাতা মন্দিরের সভাপতি, শারদীয় নাট্যোৎসবের প্রবক্তা এবং উৎসবের আহ্বায়ক লায়ন চিত্তরঞ্জন দাস উৎসব স্লোগান নির্ধারণ করেছেন, নারী শক্তির বিকাশ সভ্যতার প্রকাশ। শারদীয় নাট্যোৎসবের এবারের আয়োজন নিয়ে তিনি বলেন, এখানে মেলা-দীঘি-দেবী দেখতে যেমন অনুরাগীর ঢল নামে তেমনি লিজেন্ড অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের অভিনয় দেখতে অনুরাগী দর্শকশ্রোতার মিলনমেলা তৈরি হয়ে যায়। তাঁর প্রতি আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা। পাশাপাশি অন্যান্য দলের প্রযোজনাগুলোও উৎসাহব্যঞ্জক। অনুরাগী ভক্ত দর্শকশ্রোতা আসবেন, লোকমেলা দেখবেন, ম-প পরিদর্শন করবেন, নাটক দেখবেন। পাশাপাশি লাড্ডু-রসগোল্লা-খিচুড়ি পাত পেতে খাবেন। সময় স্বল্প হলে প্যাকেটে নিয়ে যাবেন। শারদীয় নাট্যাৎসবে সকলের প্রতি রইল আন্তরিক নিমন্ত্রণ।
×