ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রথম দিনে সিলভা ফার্মার দর বেড়েছে ১৯০ শতাংশ

প্রকাশিত: ০৬:৪৩, ১১ অক্টোবর ২০১৮

প্রথম দিনে সিলভা ফার্মার দর বেড়েছে ১৯০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ লেনদেনের প্রথম দিন সিলভা ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর ১৯০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ১০ টাকা দরের কোম্পানিটির শেয়ার প্রথম দিনে ৩৮ টাকা দিয়ে লেনদেন শুরু হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৮.১০ টাকা থেকে ৩৮ টাকায় লেনদেন হয়েছে। তবে দিন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৯ টাকা। অর্থাৎ প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা বা ১৯০ শতাংশ বেড়েছে। বুধবার কোম্পানিটির মোট ৭১ লাখ ৬৪ হাজার ৭৬৩টি শেয়ার ২১ কোটি ৩৫ লাখ ৭২ হাজার টাকায় লেনদেন হয়েছে। শেয়ারগুলো মোট ১২ হাজার ৪২৫ বার হাত বদল হয়েছে। জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানিটির ডিএসইতে কোম্পানি কোড হচ্ছে-১৮৪৯৩ ও ট্রেডিং কোড হচ্ছে ঝওখঠঅচঐখ। এর আগে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয় ৩০ আগস্ট। শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এতে কোম্পানির চাহিদার ২৪.৭৮ গুণ বেশি আবেদন জমা পড়ে। যাতে লটারির মাধ্যমে সিলভার শেয়ার কিনতে পারবে এমন বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ করা হবে। গত ১১ জুন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। সিলভা ফার্মাসিউটিক্যালসকে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে কোম্পানিটি শুধুমাত্র অভিহিত মূল্য ১০ টাকা করে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে এই টাকা সংগ্রহ করবে। উত্তোলনযোগ্য টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওতে ব্যবহার করবে।
×