ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অর্ডিনেন্স বাতিল দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৭, ১০ অক্টোবর ২০১৮

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অর্ডিনেন্স বাতিল দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ অক্টোবর ॥ টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অর্ডিনেন্স বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের গ্রন্থাগার ও ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেত হয়ে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ অবস্থান কর্মসূচী পালন করে যাব। এদিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ছাত্রলীগ। এ সময় তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স বাতিল, যৌন নিপীড়নকারী শিক্ষকের শাস্তি ও ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। দাবি না মানলে সাধারণ শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেয়া হয় সাংবাদিক সম্মেলন থেকে। এদিকে টাঙ্গাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন শিক্ষক সোমবার তাদের প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকদের দাবি মেনে নেয়ায় তাদের পদত্যাগপত্র মঙ্গলবার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। জানা যায়, টাঙ্গাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারসহ ৫ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ঢাকা অফিসে রিজেন্ট বোর্ডের জরুরী এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলাম জানান, ঢাকার শ্যামলীতে রাতে বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে টাঙ্গাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রিজেন্ট বোর্ডের সভায় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারসহ ৫ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত এবং তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এই মর্মে তাদের নোটিস জারি করা হবে। সভায় রিজেন্ট বোর্ডের ১৯ সদস্য উপস্থিত ছিলেন। বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ইমরান মিয়া, আদ্রিতা পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক জাবির ইকবাল, ইয়াসির আরাফাত। জানা যায়, গত রবিবার পদার্থ বিজ্ঞান বিভাগের অকৃতকার্য হওয়া এক ছাত্রীকে ছাত্রলীগের নেতারা জোর করে পরীক্ষা দেয়ানোর সময় শিক্ষকেরা বাধা দেন। এ সময় ছাত্রলীগের নেতারা শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন বলে শিক্ষকেরা জানিয়েছেন।
×