ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার ॥ মেনন

প্রকাশিত: ০৫:৩৪, ১০ অক্টোবর ২০১৮

সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার ॥ মেনন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের গ্রামে গঞ্জের পিছিয়ে পড়া মানুষকে সমাজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছে, ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছে । মন্ত্রী মঙ্গলবার সকালে রাজশাহীর লক্ষীপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাসপাতালটি নির্মিত হলে উত্তরাঞ্চলের ৩০ শতাংশ মানুষ বিনামূল্যে এবং স্বল্পমূল্যে চিকিৎসা সেবা পাবে। তিনি বলেন, হুদরোগ মোকাবেলায় সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। এ সরকার সকল মানুষের মৌলিক চাহিদা পূরণে বিধবা ভাতা, বয়স্কভাতা, যুক্তিযুদ্ধভাতা চালু করেছে। তাই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
×