ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আর্দ্রতা নিয়ে সমস্যায় অতিথি দলগুলো

ফিলিপিন্স-তাজিকিস্তান প্রথম সেমিফাইনাল আজ

প্রকাশিত: ০৭:০০, ৯ অক্টোবর ২০১৮

ফিলিপিন্স-তাজিকিস্তান প্রথম সেমিফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার, কক্সবাজার থেকে ॥ ফ্লাডলাইট নেই বলে প্রতি ম্যাচই মাঠে গড়াবে ভর দুপুরে (আড়াইটায়)। শীতকাল হলে কোন সমস্যা হতো না। কিন্তু এখন গরমের সময় বলেই যত সমস্যা। কক্সবাজারের তাপমাত্রা খুব বেশি না হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। প্রায় ৮০ শতাংশ। ফলে রোদের মধ্যে একটু নড়াচড়া করলেই গা বেয়ে দরদর করে ঝরে ঘাম। হাঁফিয়ে উঠতে হয় অল্পপক্ষণেই। আর এ রকম আবহাওয়ার মধ্যেই কি না বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল খেলতে হবে দলগুলোকে। বাতাসের আদ্রর্তা নিয়ে তাই একটু চিন্তিতই অথিতি দলগুলো। আজ প্রথম সেমিতে খেলবে ফিলিপিন্স ও তাজিকিস্তান। আগামীকাল একই সময়ে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। সোমবার কক্সবাজারের একটি হোটেলে সেমিফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিদেশী তিন দলের কোচ ও খেলোয়াড়রা কন্ডিশনকেই সামনে এনেছেন। ৩০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা, তার ওপর শেষ দুপুরে ম্যাচ। প্রচ- গরমে স্বাভাবিক খেলা নিয়ে শঙ্কিত তারা। ফিলিপিন্স অধিনায়ক বাহাদোরান মিসাগ বলেন, ‘এখানকার আবহাওয়া খুবই গরম। এই পরিস্থিতিতে স্বাভাবিক খেলাটা অনেক কঠিন। আবহাওয়া দু’দলের জন্যই সমান। আশা করি সেমিতে তাজিকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারব।’ তাজিকিস্তান কোচ তুকতায়েভ আলিশে বললেন, ‘যে সময় খেলা, এই সময়ে খেলতে অভ্যস্ত নই আমরা। তবে তাদেরও এই গরমের মধ্যে খেলতে হবে।’ আফ্রিকায় একবার বিকেল ৩টার সময় গরমের মধ্যে রোজা রেখে ফিলিস্তিনী ফুটবলাররা খেলেছিলেন। সেই অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের কন্ডিশন নিয়ে কিছুটা চিন্তিত ফিলিস্তিন কোচ নূরুদ্দিন, ‘দুপুর আড়াইটায় ম্যাচ খেলা অনেক কঠিন। শুধু আমাদের জন্য নয়, স্বাগতিক বাংলাদেশের জন্যও এই কন্ডিশনে খেলা চ্যালেঞ্জিং।’ লাওস এবং বাংলাদেশকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ওঠে ফিলিপিন্স। শুরুতে ১১ ফুটবলার নিয়ে সিলেটে গিয়েছিল তারা। এরপর লাওস ম্যাচের দিন সকালে আরও পাঁচ ফুটবলার দলের সঙ্গে যোগ দেন। তারুণ্যনির্ভর দলটি চমৎকার খেলেছে। প্রতিপক্ষ তাজিকিন্তানের বিপক্ষে সর্বশেষ দুই লড়াইয়ে জিতেছিল তারা। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের দুই লড়াইয়ে জিতেছে ফিলিপিন্স। এবার সেমিফাইনালে তার পুনরাবৃত্তি করতে চাইছেন মিসাগরা, ‘তাজিকিস্তান ভাল দল। তিন মাস আগে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে তাদের হারিয়েছি। ম্যানিলায় জিতেছি ২-১ গোলে। তাজিকিস্তান তারুণ্যনির্ভর দল। গতিময় ফুটবল খেলে তারা। তাদের সমীহ করছি। আশা করি সেমির ম্যাচে সবাই সেরা খেলাটাই খেলবে।’
×