ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার দাবিতে সোচ্চার

প্রকাশিত: ০৬:৩৬, ৯ অক্টোবর ২০১৮

স্বাধীনতার দাবিতে সোচ্চার

স্কটল্যান্ডের বাসিন্দারা স্বাধীনতার দাবি জোরদার করতে আবার সরব হয়েছে। চলতি সপ্তাহে রাজধানী এডিনবরায় স্বাধীনতার সমর্থনে এক মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচীর উদ্যোক্তা গ্যারি জে কেলি এক লাখ মানুষের অংশগ্রহণের দাবি করেছেন। শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মিছিলে হাজার বিশেক মানুষ অংশ নিয়েছেন। স্কটল্যান্ডের আগেরবারের গণভোটে স্বাধীনতার পক্ষে যথেষ্ট ভোট পড়েনি। এখন দ্বিতীয়বারের মতো স্বাধীনতার প্রশ্নে গণভোটের দাবি তীব্র করে তুলতে চাইছে স্বাধীনতাপন্থীরা। -বিবিসি ‘চুক্তিটি অস্থায়ী ব্যবস্থা’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয়ার সর্বশেষ বড় বিদ্রোহী ঘাঁটি ইদলিব বিষয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে তা ‘অস্থায়ী ব্যবস্থা’। তিনি বলেন, এই চুক্তি একটি অস্থায়ী পদক্ষেপ। এর মাধ্যমে ওই অঞ্চলে সংঘাত ও রক্তপাত হ্রাসে রাষ্ট্র বড় ধরনের সফলতা পেয়েছে। বাথ পার্টির কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে তিনি একথা বলেন। গত ১৭ সেপ্টেম্বর সিরীয় সরকারের মিত্র মস্কো ও বিদ্রোহীদের পক্ষ আঙ্কারা ইদলিব প্রদেশে ও আশপাশের এলাকাগুলোর ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকাজুড়ে একটি বাফার জোন গঠনের মাধ্যমে সরকারী বাহিনীর ব্যাপক হামলা বন্ধে এ চুক্তি করে। -এএফপি
×