ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫২, ৮ অক্টোবর ২০১৮

 ব্রাজিলের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রাজিলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করবে বাংলাদেশ। এতে বাণিজ্যে ভারসাম্য তৈরি হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা অলিভেরা জুনিয়রের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্রাজিলে ৩৫ শতাংশ শুল্ক দিয়ে পণ্য রফতানি করে বাংলাদেশ। তবে এত শুল্ক দিয়ে তৈরি পোশাক রফতানি সম্ভব নয়। বাংলাদেশ ব্রাজিলে ১৭৬ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করে, অন্যদিকে আমদানি হয় ১.৫ বিলিয়ন ডলারের পণ্য। ব্রাজিলের সঙ্গে বাণিজ্য ঘাটনি কমাতে রফতানিতে ডিউটি ফ্রি সুবিধা তথা এফটিএ করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, সব দেশের সঙ্গে এফটিএ করবে না বাংলাদেশ। যেসব দেশ ইতোমধ্যে শুল্ক সুবিধা দিচ্ছে, সেসব দেশের সঙ্গে এফটিএ হবে না। ব্রাজিল, তুরস্ক, শ্রীলঙ্কা, আর্জেন্টিনাসহ কয়েকটি দেশের সঙ্গে এফটিএর বিষয়টি চলমান রয়েছে। মন্ত্রী বলেন, খুব শীঘ্রই বাংলাদেশ ব্রাজিল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ গঠন করা হবে।
×