ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনের বিকল্প নেই ॥ বিএনপিকে কাদের

প্রকাশিত: ০৫:৩৫, ৮ অক্টোবর ২০১৮

 ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনের বিকল্প নেই ॥ বিএনপিকে কাদের

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যত নাশকতার পরিকল্পনা করেন; যত সন্ত্রাস চালান- কোন কাজ হবে না। ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি। তাদের উদ্দেশে বলতে চাই- ক্ষমতার মঞ্চে পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। আর অন্তর্বর্তীকালীন নয়, এই সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনের আগে অন্তর্র্বর্তী কিংবা অন্য কোন সরকার হবে না। আগামী জানুয়ারি মাসের ২৭ তারিখের আগে যে কোন দিন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তারিখ ঘোষণা করে ইসি নির্বাচনী কাজ করবে। এই সরকার তার রুটিন কাজ করবে। সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচীর শেষ দিন রবিবার উত্তরার আজমপুরে দলের গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচী পূর্ব সমাবেশে তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপির অক্টোবর কবে হবে? আগস্ট মাসে বলে এক মাসের কথা। সেপ্টেম্বর মাসে বলে এক মাসের কথা। সেপ্টেম্বর গেল, এখন বলে এক মাসের মধ্যে আন্দোলন হবে। দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবেÑ এমন কথা দেশের মানুষ কি বিশ্বাস করে? বহুরূপী ব্যারিস্টারের কথা কী মানুষ বিশ্বাস করে? জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাতের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের মহাসচিব যান ঘানায়, অথচ তাঁর (মির্জা ফখরুল) নামে সাক্ষাতের চিঠি এলো! আমি বলি এই চিঠি কি আকাশের ঠিকানায় এলো? জাতিসংঘ মহাসচিব কি আকাশের ঠিকানায় চিঠি লিখলেন? পরে দেখা গেল মহাসচিব নাই। একজন এসিসটেন্ট সেক্রেটারি জানালেন সেই কথা। আসলে জাতিসংঘের মহাসচিবের ওই চিঠি ভুয়া। যারা জাতিসংঘের মহাসচিবের নামে মিথ্যাচার করে, তারা ক্ষমতায় গেলে গণতন্ত্র কি নিরাপদ থাকবেÑ এমনও প্রশ্ন তোলেন তিনি। দলের নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, যারা দলীয় মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাদের কাউকে ছাড় দিবেন না শেখ হাসিনা। নিজেদের মধ্যে আলাদা দলবাজি করবেন না। চাঁদাবাজি করবেন না। ক্ষমতার দাপট দেখাবেন না, এর ফল ভাল হবে না। তিনি বলেন, মশারির মধ্যে মশারি, ঘরের মধ্যে ঘর চলবে না, তাফালিং করবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না, পরিণতি ভাল হবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন, যারা দলীয় মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহীদের ক্ষমা নেই। পরিষ্কার বলতে চাই, শোডাউন করে যারা মনোনয়ন দাবি আদায় করবেন, নিজের পছন্দমতো প্রার্থীর পক্ষে স্লোগান দিয়ে দাবি আদায় করবেনÑ এমন ধারণা যারা করছেন তাদের বলছি, এসব করে মনোনয়ন পাওয়া যাবে না। বরং শোডাউনের নামে যারা বিশৃঙ্খলা করবে, তাদের নম্বর কাটা যাবে। কয়েকটি সংস্থা এখানে মনিটরিংয়ে আছে, কারা কি করছে সব দেখছি। প্রার্থীদের বলব, সমর্থকদের থামান। না হলে কিন্তু আপনার নম্বর কাটা যাবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মূল পুঁজি এখন গুজব, সন্ত্রাস। যত নালিশ, নাশকতার পরিকল্পনা, গুজব সন্ত্রাস চালানো হোক না কেন, কোন কাজ হবে না। ক্ষমতার মঞ্চে পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। তিনি বলেন, বিএনপির হাতে দেশ ও গণতন্ত্র নিরাপদ না। অন্যের আন্দোলন, গুজবের ওপর ভর করেও ব্যর্থ তারা। জাতিসংঘের মহাসচিবের চিঠি নিয়েও মিথ্যাচার করেছে তারা। বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ১০ বছরে আন্দোলন হয়নি, আর হবেও না। তাদের আন্দোলন হবে নির্বাচনের পর। বিএনপি মাসের পর মাস আন্দোলনের ঘোষণা দিয়ে আসছে। কিন্তু বাস্তবায়ন করতে পারে না। বিএনপির কথা এখন আর কেউ বিশ্বাস করে না। সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচী প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা গত সাত দিনে ২৫টি সমাবেশ করেছি। প্রতিটিতে হাজার হাজার মানুষের ঢল। কিন্তু কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি। আমি আবারও বলছি- শেষ পর্যন্ত কর্মীদের প্রমাণ করতে হবে আমরা একটা সুশৃঙ্খল দল। এই ব্যানার, পোস্টার, এসব বিলবোর্ড দেখে মনোনয়ন হবে না। মনোনয়ন হবে জনমতের ভিত্তিতে। শেখ হাসিনার কাছে সব প্রার্থীর আমলনামা জমা আছে। সামনে আরও ২০/২৫ দিন সময় আছে। নম্বর যাদের ভাল আছে, ক্যাডারের জন্য নম্বর কিন্তু কমবে। যেই নেতা ক্যাডারের কথায় চলে ওই নেতার আমাদের দরকার নেই। ঠিকঠাক মতো চলেন, চাঁদাবাজদের, দখলদারদের প্রশ্রয় দেবেন না। এদের জায়গা আওয়ামী লীগে নেই।
×