ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের বৃহত্তম স্থায়ী কবরস্থান প্রকল্পের যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:৩৬, ৮ অক্টোবর ২০১৮

 দেশের বৃহত্তম স্থায়ী কবরস্থান প্রকল্পের যাত্রা শুরু

বেসরকারী উদ্যোগে দেশের সর্ববৃহৎ স্থায়ী কবরস্থান প্রকল্প ‘পূর্বাচল রাওজাতুল জান্নাত’ এর যাত্রা শুরু হলো গত ৩ আগস্ট ২০১৮। এর আগে গত ২৯ সেপ্টেম্বর এই প্রকল্পের ওয়েবসাইট এবং সফটওয়্যার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) সাঈদ আহমেদ বীর প্রতীক। এছাড়াও ইতোমধ্যে যারা কবর প্লট ক্রয় করেছেন তাদের মধ্যে প্রাথমিক প্রাপ্যতার সনদ বিতরণ করা হয়। উল্লেখ্য, উক্ত প্রকল্পের তত্ত্বাবধান করছে এমআইএস হোল্ডিংস লিঃ। প্রায় ২০০ বিঘা এলাকা জুড়ে ৮০ হাজার কবরের সঙ্কুলান করতে এই উদ্যোগ। গাজীপুরের পানজোড়া মৌজায় পূর্বাচলের ৩০নং সেক্টরের উত্তর পূর্ব সংলগ্ন এলাকায় রাওজাতুল জান্নাত অবস্থিত। প্রকল্পে কবরস্থান ছাড়াও থাকবে অত্যাধুনিক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং শিশু পরিচর্যা কেন্দ্র। -বিজ্ঞপ্তি
×