ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী হাসপাতালে

প্রকাশিত: ০৬:৪১, ৭ অক্টোবর ২০১৮

নওগাঁয় শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ অক্টোবর ॥ মান্দা উপজেলার চকরাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে শনিবার দুপুর ১২টার দিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। আহত শিক্ষার্থীর নাম ফিরোজ হোসেন (৮)। সে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র। জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলা বিষয়ে পাঠদান করাতে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম দ্বিতীয় শ্রেণীর শ্রেণীকক্ষে প্রবেশ করেন। এ সময় বেঞ্চে বসা নিয়ে ফিরোজের সঙ্গে তার সহপাঠী জায়েদ হোসেনের ঝগড়া ও ধাক্কাধাক্কি হয়। শ্রেণী শিক্ষক জাহাঙ্গীরের কাছে অভিযোগ করলে ওই শিক্ষক স্টিলের একটি স্কেল দিয়ে ফিরোজকে পেটাতে থাকে। এক পর্যায়ে ওই শিক্ষার্থীর কান্না শুনে প্রধান শিক্ষক রোখসানা বেগম শ্রেণীকক্ষে ছুটে গিয়ে শিক্ষককে নিবৃত্ত করেন।
×