ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপিকে নাসিম

অযথা পানি ঘোলা না করে নির্বাচনের প্রস্তুতি নিন

প্রকাশিত: ০৫:৩৮, ৭ অক্টোবর ২০১৮

অযথা পানি ঘোলা না করে নির্বাচনের প্রস্তুতি নিন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ষড়যন্ত্রের পথ ও হতাশা পরিহার করে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অযথা পানি ঘোলা করার চেষ্টা না করে নির্বাচনের প্রস্তুতি নিন। কোন শক্তিই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না, নির্বাচন যথাসময়েই হবে। তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলনের নামে আবার সন্ত্রাস-নৈরাজ্য ছড়ানোর পাঁয়তারা করছে। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না। শনিবার রাজধানীর ধানম-ির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকের পর প্রেস ব্রিফিংকালে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি জাতিসংঘ সফরকালে সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়া, দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাওয়ার কারণে ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলায় রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ মুক্তি পাবে না মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কী কোথাও বন্দী আছে? আমরা মুক্ত এবং সব রাজনৈতিক কর্মকা-ে অংশ নিচ্ছি। তবে আওয়ামী লীগ একমাত্র জনগণের ভালবাসার মধ্যে বন্দী আছে। এই ভালবাসাকে আমরা ছোট করতে চাই না। কোনদিন চিন্তাও করি না। আওয়ামী লীগ চিরকালই জনগণের ভালবাসায় বন্দী আছে। শেখ হাসিনার নেতৃত্বে চিরদিন বন্দী থাকবে। আপনার নেত্রী আইন অনুযায়ী কারাগারে রয়েছেন, তাই আইনের পথ দেখেন। তাঁর ব্যারিস্টার সহকর্মীরা কি করছে? এতদিন ধরে মুক্তি করতে পারছে না কেন? আসলে এর পেছনেও রহস্য রয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ব্যারিস্টার মওদুদ বিএনপিকে ভাল মক্কেল হিসেবে পেয়েছে। উকিল-ব্যারিস্টাররা মক্কেলকে ফাঁসিতে যাওয়ার আগ পর্যন্ত বলে- আপনি বেঁচে যাবেন। বিএনপিকে নিয়ে ব্যারিস্টার মওদুদও তাই করছেন। ব্যারিস্টার মওদুদরা হতাশা থেকে এসব কথা বলছেন। আওয়ামী লীগকে দেউলিয়া বলায় বিএনপি মহাসচিবের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের সারাদেশে কোটি কোটি নেতাকর্মী-সমর্থক রয়েছে। বিএনপিরই তো কর্মী নেই, বরং বিএনপিই দেউলিয়া হয়ে গেছে। বিএনপিকে এখন নেতা ভাড়া করতে হচ্ছে। তাই এবার নির্বাচনে অংশ না নিলে বিএনপিই রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে। ১৪ দলীয় জোটের এই মুখপাত্র আরও বলেন, তারা প্রতিনিয়ত আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন কীসের আন্দোলন? কার বিরুদ্ধে আন্দোলন হবে? কার জন্য আন্দোলন হবে? আমরা এখনও বলছি, আপনারা নির্বাচনে আসেন, প্রস্তুতি নিন। আপনাদের একজন ব্যারিস্টার আছে তিনি প্রতিনিয়ত দিন, মাস ঘোষণা করে যাচ্ছে। এসব কথা বলে বিএনপিকে তিনি অক্সিজেন দিয়ে যাচ্ছেন। তবে এই ধরনের ব্যারিস্টার ধরে বিএনপির কোন লাভ হবে না। তাই বিএনপিকে বলব- আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। প্রতিনিয়ত হুমকি-ধমকির কথা বলার কারণে এটা এখন খেলো হয়ে গেছে। হাস্যরসের উপাদান সৃষ্টি করেছে। মুুক্তিযুদ্ধের বিজয় বাংলার জনগণ সবসময় চেয়েছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, দেশবাসী এখন দিন গুনছে কখন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। জনগণ তার ইচ্ছানুযায়ী মতামত ব্যক্ত করতে পারবে। প্রায় সব দলই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকি-ধমকি দিচ্ছে। কিন্তু দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে গেছে। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোন ষড়যন্ত্র কিংবা বানচালের চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করবে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুর বশর মাইজভা-ারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণআজাদী লীগের এস কে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। ১৪ অক্টোবর রাজশাহীতে ১৪ দলের জনসভা ॥ আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের জনসভা আগামী ৯ অক্টোবর মঙ্গলবার রাজশাহী সাহেব বাজার মোড়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির নেতৃত্বে এ জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভা-ারী এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর রেজাউল করিম তানসেন এমপি। এছাড়াও জনসভায় কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।
×