ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোটা বহাল রাখার দাবিতে আন্দোলন চলছে ॥ অবরোধ কর্মসূচী ৯ ঘন্টা শিথিল

প্রকাশিত: ০৮:১৭, ৫ অক্টোবর ২০১৮

কোটা বহাল রাখার দাবিতে আন্দোলন চলছে ॥ অবরোধ কর্মসূচী ৯ ঘন্টা শিথিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধে মেডিক্যালে ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শাহবাগে অবরোধ কর্মসূচী নয় ঘণ্টার জন্য শিথিল করেছে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের প্লাটফর্ম ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান। বুধবার রাত থেকে শাহবাগে অবস্থানরত দুই সংগঠন ‘মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড’ ও ‘মুক্তিযোদ্ধার পরিবার’ নামে সংগঠন দুটির নেতারা আন্দোলন এগিয়ে নিতে বৃহস্পতিবার রাতে এই প্লাটফর্ম গঠনের ঘোষণা দেন এবং অধ্যাপক জামালকে মুখপাত্রের দায়িত্ব দেন। এক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারী চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব বুধবার মন্ত্রিসভা অনুমোদনের পর তার প্রতিবাদ জানিয়ে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচী শুরু করে তারা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা সম্পূর্ণ বাতিল করে বৃহস্পতিবার সরকারের প্রজ্ঞাপন জারির পর তা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগে অবস্থান ধরে রাখেন। তাদের অবরোধের ফলে দিনভর শাহবাগ মোড় দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকে, ফলে দুর্ভোগ পোহাতে হয় ওই এলাকায় চলাচলরতদের। এর মধ্যে বৃহস্পতিবার রাত ৯টায় শাহবাগে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি মেডিক্যালের ভর্তি পরীক্ষা বিবেচনায় নিয়ে শাহবাগ মোড় ছেড়ে দিতে বলেন আন্দোলনকারীদের। আপনারা নিশ্চয়ই দেশকে ভালবাসেন এবং দেশের মঙ্গল কামনা করেন। তাই আপনাদেরকে অনুরোধ করছি, কালকে মেডিক্যালের ভর্তি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে রাস্তা ছেড়ে দেয়ার জন্য। শুক্রবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় ঢাকায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৭৪০ জন। তাদের অধিকাংশরই পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মুক্তিযোদ্ধাদের পরিবারের পাশে সরকারের থাকার কথা জানিয়ে মন্ত্রী কামাল বলেন, যতদিন প্রধানমন্ত্রী আছেন, আমরা মুক্তিযোদ্ধারা আছি, ততদিন মুক্তিযোদ্ধার সন্তানদের দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াতে হবে না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আমরা বেঁচে থাকতে আমাদের সন্তানদের রাস্তায় দাঁড়াতে হবে না। বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা মাথা উঁচু করে দাঁড়াবে। মন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়াও ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার পর অধ্যাপক জামাল সাংবাদিকদের বলেন, আগামীকাল মেডিক্যালের ভর্তি পরীক্ষায় আসা শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবরোধ কর্মসূচী স্থগিত ঘোষণা করছি। তবে কালকে আমরা শাহবাগের আশপাশে থেকে ট্রাফিকের ভ‚মিকা পালন করব, যাতে নির্বিঘেœ পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যেতে পারে। শনিবার বিকেল ৩টার সমাবেশ কর্মসূচী বহাল বলেও জানান অধ্যাপক জামাল। কাটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা বাতিলের সিদ্ধান্ত সরকার নিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, জোরাল আন্দোলন হলে কোটা বহালও হতে পারে। সরকারী চাকরিতে নিয়োগে এতদিন ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫ শতাংশ ও প্রতিবন্ধী ১ শতাংশ। কোটা বাতিলের পর নৃ-গোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার কর্মসূচী পালন করেছে আদিবাসী সাধারণ ছাত্র কোটা সংরক্ষণ পরিষদ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কোটা পর্যালোচনায় গঠিত বর্তমান কমিটি প্রয়োজনে তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারবে এবং সরকার সে অনুযায়ী কোটা ব্যবস্থার পুনর্বিন্যাসও করতে পারবে।
×