ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে গাড়িচালক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৪১, ৪ অক্টোবর ২০১৮

সিলেটে গাড়িচালক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জে গাড়িচালক এমদাদুর রহমান হত্যাকা-ের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজের ৫ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ১ জন পলাতক রয়েছেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হচ্ছেনÑ অজরগ্রামের তাজ আহমদ, ইছাপুরের শুকুর, সুলতানপুরের খলু, ইছাপুরের উছন ও আবদুর রশিদ। ওই মামলায় অন্য দুই অভিযুক্ত অজরগ্রামের মাহতাব, ইছাপুরের কালা মিয়া মৃত্যুবরণ করায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালের ১৪ মার্চ সকাল ৮টার দিকে ডাইভার এমদাদুর রহমানকে (৩৫) কুশিয়ারা নদীতে ফেলে পাথর নিক্ষেপ করে ডুবিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। মাদারীপুরে এক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, মাদারীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এই রায় দেন। এ রায়ে অপর আসামিকে খালাস দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি গাজীরচর এলাকায় তুহিন শরীফ নামের এক ব্যক্তির ব্যাগ থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ আরও তিনজনকে আটক করে র‌্যাব ৮-এর সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় এক আসামির সম্পৃক্ততা না থাকায় দু‘জনের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষ বুধবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ আসামি তুহিন শরীফকে যাবজ্জীবন কারাদ-ের রায় দেন। বাকি আসামি শাহাবুদ্দিনকে খালাস প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত তুহিন শরীফ মাদারীপুর সদর উপজেলার হরিকুমারিয়া গ্রামের সাহেদ আলী শরীফের ছেলে।
×