ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অটো ব্যবসায়ীর আত্মহত্যা

গুলশানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৪, ৪ অক্টোবর ২০১৮

গুলশানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মোহাম্মদপুরে এক সিএনজি অটোরিক্সা ব্যবসায়ী আত্মহত্যা করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার সকালে গুলশান-২ নম্বর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে ইমন হোসেন ইমু (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম সোলাইমান। তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার জর্দাপাড়া গ্রামে। নিহত ইমনের সহকর্মী মোঃ রিপন জানান, গুলশান-২ নম্বরের ১০০ নম্বর রোডের ৩১ নম্বর নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ইমন। তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার সকাল ৮টার দিকে ইমন বাকেটের সাহায্যে দোতলা থেকে বালু নামানোর সময় নিচে পড়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একই সময় মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাড়িতে সুমন বিশ্বাস (৪০) নামে এক সিএনজি অটোরিক্সা ব্যবসায়ী আত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম গোপাল বিশ্বাস। গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলায়। নিহতের স্ত্রী নন্দিতা রায় জানান, তারা মোহাম্মদপুরের তাজমহল রোডের ৮/৯ নম্বর বাসায় ভাড়ায় থাকেন। মঙ্গলবার রাতে অনেক দেরি করে বাসায় ফেরেন সুমন। ঘরে ফিরে তিনি একাই ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর ৪টার দিকে তিনি (নন্দিতা) বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে পাশের রুমে যান।
×