ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

এবার ইনস্টাগ্রামও ক্র্যাশ করল

প্রকাশিত: ০৫:০০, ৪ অক্টোবর ২০১৮

এবার ইনস্টাগ্রামও ক্র্যাশ করল

ফেসবুকের পর এবার ডাউন হয়ে গেছে তাদেরই মালিকানাধীন আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। তবে কি কারণে এটি ডাউন হলো তা নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ইনস্টাগ্রাম বিশ্বের অন্যতম জনপ্রিয় এ্যাপসগুলোর মধ্যে একটি। কিন্তু এখন মনে হচ্ছে- এটি অনেক ব্যবহারকারীর জন্য ক্র্যাশ করেছে। আর এ সমস্যাটি শুরু হয়েছে বুধবার (বিএসটি) সকাল ৮টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে। তার মধ্যে বেশি ক্র্যাশ করেছে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াজুড়ে। এ্যাপসটি ক্র্যাশ করার পর বেশ কয়েকজন লোক ডাউন ডেটেক্টরকে তাদের সমস্যার কথা রিপোর্ট করে জানিয়েছে। তাদের মধ্যে ৫৬ শতাংশ লোক জানিয়েছেন তাদের নিউজফিডে সমস্যা হচ্ছে, ৩৭ শতাংশ লোক বলছেন এ্যাপসে লগ ইন করতে সমস্যা আর ৬ শতাংশ বলছেন ওয়েবসাইটে সমস্যা দেখা দিচ্ছে। সমস্যার সৃষ্টি কি কারণে হচ্ছে তা এখনও অস্পষ্ট। তবে সমাধান করলে জানা যাবে কি ঘটেছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×