ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহা ফাঁপরে মরিনহো!

প্রকাশিত: ০৭:২০, ৩ অক্টোবর ২০১৮

মহা ফাঁপরে মরিনহো!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে হয়তো আর বেশিদিন থাকা হবে না পর্তুগীজ কোচ জোশে মরিনহোর। দিনকে দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এবার ইংলিশ প্রিমিয়ার লীগে তার দল ম্যানচেস্টার ইউনাইটেডের যে নৈপুণ্য তাতে করে কোচের দায়িত্বে থাকাটা বেশ কঠিন হয়ে পড়ছে মরিনহোর। গত ২৯ বছরের মধ্যে এবারই লীগে সবচেয়ে খারাপ অবস্থানে আছে ম্যানইউ। দলের অবস্থা আরও নাজুক হয়েছে শনিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়ে। এখন লীগ টেবিলে ১০ নম্বরে অবস্থান ম্যানইউ’র। গত মৌসুমে ম্যানইউ রানার্সআপ হয়েছিল। কিন্তু অন্যতম প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির চেয়ে পয়েন্টের ব্যবধান অনেক বেশি থাকায় দারুণ সমালোচনা হয়েছিল। এবার সেই দলটির অবস্থা আরও খারাপ। যদিও আয়ের দিক থেকে এ বছরও ম্যানইউ অন্য ক্লাবগুলোর চেয়ে এগিয়ে। টানা তৃতীয় বছরের জন্য তারা প্রায় অর্ধবিলিয়ন ব্রিটিশ পাউন্ড আয় করেছে। কিন্তু মাঠের খেলায় এখন নিজেদের মান-মর্যাদা বাঁচানোই কঠিন হয়ে গেছে ম্যানইউ’র। সে কারণে দীর্ঘদিন ধরেই বাতাসে মরিনহোকে নিয়ে ফিসফাস! আর হয়তো থাকতে পারবেন না তিনি ওল্ডট্র্যাফোর্ডে কোচ হিসেবে। কিন্তু এ বিষয়ে জোরালো কিছু শোনা যায়নি। কিন্তু ক্লাবের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্ড মনে করছেন কোচের ভবিষ্যত নিয়ে এখনি সিদ্ধান্তে পৌঁছানো জরুরী। তিনি বলেন, ‘ইউনাইটেডে এখন বেশকিছু বড় সিদ্ধান্ত নেয়া দরকারী হয়ে উঠেছে। বিশেষ করে কোচ ও স্কোয়াড নিয়ে শীর্ষ পর্যায়ে কিছু আলোচনা হওয়াটা জরুরী। কারণ মৌলিক বিষয়গুলো ঠিকভাবে হতে দেখা যাচ্ছে না।’ এর মধ্যে আবার খেলোয়াড়দের সঙ্গেও কোচ মরিনহোর সম্পর্কের অবনতি ঘটছে। অন্যতম খেলোয়াড় পল পোগবার সঙ্গে এখন বৈরিতা স্পষ্ট হয়ে উঠেছে তার। কিছুদিন আগেই পোগবাকে সহঅধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। কারণ এর কিছুদিন আগেই কোচ মরিনহোর কৌশল নিয়ে সমালোচনা করেছিলেন এ ফরাসী তারকা। কিন্তু পোগবার বার্সিলোনায় চলে যাওয়ার একটি গুঞ্জন থাকায় মরিনহোর কোন সমস্যাই হয়নি তাকে সরিয়ে দিতে। জনসমুক্ষে কোচ এবং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এমন বচসা খুবই বিস্ময়ের জন্ম দিয়েছে। দলের মধ্যে যে এখন কোন ধরনের সংঘবদ্ধতা, ঐক্য নেই সেটাও পরিষ্কার হয়ে গেছে। আর পোগবাও ছন্দে নেই। সবমিলিয়ে ম্যানইউ’র অবস্থা এখন পুরোপুরিই এলোমেলো। অথচ গত মৌসুমে ভাল একটি অবস্থানে পৌঁছার ইঙ্গিত দিয়েছিলেন মরিনহো। ম্যানইউ রানার্সআপ হয়েছিল প্রিমিয়ার লীগে। তবু গার্ডিওলার ম্যানচেস্টার সিটির সঙ্গে ছিল বিস্তর ফারাক। এরপরও সমালোচনা থেকে বেঁচে গিয়েছিলেন মরিনহো, পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান দখলের কারণে। কিন্তু এবার শুরু থেকেই প্রিমিয়ার লীগে বাজে অবস্থা ৭ ম্যাচে মাত্র তিনটি জয় এসেছে, ৩টি পরাজয় এবং গত শনিবার রাতে উলভসের সঙ্গে ১-১ গোলের ড্রয়ের ঠিক এক সপ্তাহ পরে ওয়েস্টহ্যামের কাছে ৩-১ গোলের লজ্জাজনক পরাজয়। ১০ পয়েন্ট নিয়ে এখন ম্যানইউ ১০ নম্বরে। অর্থাৎ ক্রমাগতই নিজেদের অবস্থান নিচের দিকে ধাবিত হচ্ছে। অথচ যখন স্পেনে ছিলেন অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পেপ গার্ডিওলা ছিলেন। বার্সিলোনার দাপটে মরিনহোর রিয়াল মাদ্রিদ সহজে কোনকিছু জয় করতে পারেননি। তবে ভালভাবেই মর্যাদা নিয়ে টিকে ছিলেন মরিনহো। এরপর ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসিতে ফিরে এসে বেশ চমক দেখিয়েছিলেন শুরুতে। তারপর বেশ উত্থান-পতন কাটিয়ে আবার ইংল্যান্ডে ফিরেছেন ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু আবার সেই গার্ডিওলা দাপটে নাভিশ্বাস উঠেছে মরিনহোর। ওল্ডট্র্যাফোর্ডে সুবিধা করতে পারছেন না। এবার হয়তো ম্যানইউ’র তাঁবুটা ছাড়তেই হবে তাকে।
×