ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নির্বাচন বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র করছেন ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৬:৫৪, ১ অক্টোবর ২০১৮

 নির্বাচন বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র করছেন ॥ হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় ঐক্যের নামে সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিবাজ ও জনবিচ্ছিন্ন নেতারা এক হয়েছে, যারা নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন না। বিএনপির সঙ্গে ঐক্য করে নির্বাচন বানচালের জন্য তারা ষড়যন্ত্র করছেন। এদের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তুলে ষড়যন্ত্র প্রতিহত করা হবে। কোন বিশৃঙ্খলা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।রবিবার শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ওদের এই ঐক্য হচ্ছে সন্ত্রাসীগোষ্ঠী, জঙ্গীগোষ্ঠী, যুদ্ধাপরাধীগোষ্ঠী, বাংলাদেশকে পরপর পাঁচবার যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল এবং গ্রেনেড হামলাকারী নীতি ও আদর্শহীন নেতাদের ঐক্য। আমরা এদের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলব। আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রকৃতপক্ষে বিএনপি ও বিএনপির বর্তমান নেতৃত্ব চায় না বেগম জিয়া মুক্তি পাক।
×