ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে ছয় সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ

প্রকাশিত: ০৫:২৯, ১ অক্টোবর ২০১৮

 পীরগঞ্জে ছয়  সম্ভাব্য প্রার্থীর  গণসংযোগ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৩০ সেপ্টেম্বর ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ-রাণীশংকৈল) উপজেলায় আওয়ামী লীগসহ ৬ সম্ভাব্য প্রার্থী নিজ নিজ দলের মনোনয়ন পেতে এলাকায় গণসংযোগ করছেন। প্রার্থীরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ ও জনসেবা করে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। এদের মধ্যে সাবেক এমপি জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও গণমানুষের নেতা ইমদাদুল হক দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। দলকে শক্তিশালী ও বিজয় করার লক্ষ্যে আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করা, সভা সমাবেশ, জনসেবা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়ন ভোটারদের কাছে প্রচার করছেন তিনি। রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার নসিবগঞ্জ, চৌরঙ্গী, রনশিয়া, জাবরহাট এলাকায় গণসংযোগ করেন। এছাড়া মহিলা আসনের এমপি আওয়ামী লীগ নেত্রী সেলিনা জাহান লিটা এবং অপর আওয়ামী লীগ নেতা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সমর্থিত প্রার্থী ডিএন কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে গণসংযোগ অব্যাহত রেখেছেন। এছাড়া এ ঠাকুরগাঁও-৩ আসনের বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির ঠাকুরগাঁও জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী গণসংযোগ করছেন। তার প্রতি ভোটারদের আস্থা রয়েছে। অপরদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। দল গোছানোর কাছে ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ গত ১০ বছর ধরে নির্বাচনী প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সেবামূলক কাজ করাসহ ভোটারদের কাছে তার জনপ্রিয়তা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ নেতা ইমদাদুল হকের গ্রহণযোগ্যতা, দক্ষতা, বুদ্ধিমত্তা ও জনপ্রিয়তা ভোটারদের কাছে প্রশংসনীয়।
×