ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা-১ আসনে নির্বাচনী তৎপরতা

প্রকাশিত: ০৫:২৬, ১ অক্টোবর ২০১৮

  গাইবান্ধা-১  আসনে  নির্বাচনী  তৎপরতা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ সেপ্টেম্বর ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। বর্তমান জাতীয় সংসদ সদস্য জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার তৎপরতাও অব্যাহত রেখেছেন। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন বিশিষ্ট শিল্পপতি সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারী এই আসনটি পুনরুদ্ধারে বিভিন্ন কর্মসূচী মোতাবেক তৃণমূলে মানুষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার নারী-পুরুষদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় সভাসহ নিয়মিত উঠোন বৈঠকও করছেন। গত নির্বাচনে পরাজিত হলেও আফরুজা বারী এবারও আওয়ামী লীগের দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক নির্বাচনী তৎপরতা চালিয়ে ইতোমধ্যে চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে নৌকা প্রতীকের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। মঞ্জুরুল ইসলাম লিটন এমপি নিহতের পর ঝিমিয়ে পড়া আওয়ামী লীগের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করে ইতোমধ্যে আফরুজা বারী নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে এবারের নির্বাচনে সক্রিয় হয়ে উঠেছেন। তিনি প্রতিদিনই উপজেলার প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন, নারী-পুরুষ ভোটারদের সঙ্গে কথা বলছেন। শুধু তাই নয়, বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবার জন্য ফ্রি মেডিকেল সার্ভিস চালু করেছেন এবং পাশাপাশি দুস্থ মানুষদের জন্য দানশীল হিসেবে খ্যাতি অর্জন করেছেন। আফরুজা বারী জানান, গত উপনির্বাচনে তিনি প্রার্থী ও রাজনীতির ক্ষেত্রে নতুন হিসেবে যথেষ্ট অনভিজ্ঞ ছিলেন। এবারের নির্বাচনে অভিজ্ঞতা থেকে সমস্ত ভুল ত্রæটি সুদরে নবোদ্যমে এগিয়ে যেতে চান। সেজন্যই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে তিনি আওয়ামী লীগের হারানো এই আসনটি পুনরুদ্ধার করে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে চান বলে উল্লেখ করেন।
×