ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় ॥ হানিফ

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৯ সেপ্টেম্বর ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কোন নিবন্ধনকৃত রাজনৈতিক দল পরপর দু’বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে আইন অনুযায়ী ওই দলের নিবন্ধন বাতিল হয়ে যায়। সেটাই প্রধান নির্বাচন কমিশনার স্মরণ করে দিয়েছেন। এখানে ভয় দেখানোর কিছু নেই। তিনি বলেন, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা আইন মেনে চলতে চাই না। শনিবার সকালে কুষ্টিয়া জিলা স্কুলে ‘মা’ সমাবেশে যোগদানের আগে ‘বিএনপি নিবন্ধন ঝুঁকিতে পড়বে বলে প্রধান নির্বাচন কমিশনার বিএনপিকে ভয় দেখাচ্ছেন যাতে বিএনপি শেখ হাসিনার অধীনে একতরফা বাকশালী নির্বাচনে অংশগ্রহণ করে’ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, সংবিধান কারও খেয়াল খুশি মতো কাটা ছেড়া করার সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতেখারুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×