ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৯ সেপ্টেম্বর ॥ জয়পুরহাটের কালাইয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে হাবিবুল (২৬) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। শনিবার দুপুরে কালাই বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন ভাই ভাই সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুল ইসলাম উপজেলার কাজিপাড়া গ্রামের মোস্তফা ইসলামের ছেলে। পুলিশ জানান, হাবিবুল ইসলাম নির্মাণ শ্রমিক ছিলেন। শনিবার দুপুরে ভাই ভাই সুপার মার্কেটে ৩য় তলায় কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। চার জামায়াত নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৯ সেপ্টেম্বর ॥ পাঁচবিবিতে নাশকতা পরিকল্পনা মামলার চার জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের উপজেলার কুশুম্বা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুশুম্বা ইউপি জামায়াতের সেক্রেটারি ও বাঁশখুর গ্রামের আসাদুল ইসলম, শ্রমবিষয়ক সম্পাদক ও কেন্দুল শান্তি নগর গ্রামের সুজাউল ইসলাম। ফরিদপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ সেপ্টেম্বর ॥ দুই সহযোগীসহ তালিকাভুক্ত সন্ত্রাসী আরাফাত হোসেন ওরফে জুয়েল ওরফে ভাগিনা জুয়েলকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক। শনিবার সকালে সদরের ব্রাহ্মণকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আরাফাত হোসেন ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানা এবং ঢাকার সাভার থানায় হত্যা, অস্ত্র মামলাসহ সর্বমোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। তার যে দুই সহযোগীকে গেফতার করা হয়েছে। তারা হলেন, ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার ফারজানা আক্তার ও শহরের গোয়ালচামট মহল্লার এক নম্বর সড়ক এলাকার আরিফুল ইসলাম ওরফে আজিম শেখ।
×